Vivo X90 ফোনটি Vivo X90 Pro -এর সঙ্গে দেশের বাজারে লঞ্চ করল। এটি X80 সিরিজের উত্তরসূরি হিসেবে দেশে এল। নতুন এই ফোনটিতে বেশ চোখে পড়ার মতো কিছু বদল আনা হয়েছে তার পূর্বসূরির থেকে।
এখানে আছে Zeiss optics। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। ফলে এটার সাহায্যে যে ভাল ছবি তোলা যাবে সেটা স্পষ্ট।
কেবল ক্যামেরা নয়, এই ফোনের পারফরমেন্সও বেশ ভাল। এখানে আছে MediaTek Dimensity 9200 প্রসেসর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। আছে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা।
এই ফোনে যা যা ফিচার আছে তাতে এটিকে নিঃসন্দেহে একটি Flagship ফোন বলা যায়। তবে আপনি চাইলে বাজারে এটির একাধিক বিকল্প পেতে পারেন। কোন কোন ফোন আছে এটির বিকল্প হিসেবে দেশের বাজারে দেখুন
OnePlus 11 হচ্ছে এই কোম্পানির অন্যতম নতুন এবং সেরা Flagship ফোন যেখানে পাবেন দারুন সব ফিচার। এখানে আছে 6.7 ইঞ্চির একটি QHD E4 OLED ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট সহ 3216X1440 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
HDR 10+ সহ সর্বোচ্চ 1300 নিটসের ব্রাইটনেস এবং কর্নিং গোরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা পাবেন এখানে। Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়া একটি 48 এবং একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এখানে।
16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে।
এটির দাম দেশে শুরু হচ্ছে 56,999 টাকা থেকে। এই টাকায় 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আর 61,999 টাকায় 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
এই ফোনে আছে 6.3 ইঞ্চির একটি AMOLED ডিসপ্ল যেখানে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি পাঞ্চ হোল কাট আউট। Google Tensor G2 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। অ্যান্ড্রয়েড 13 আছে।
8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে। 30W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি আছে এই ফোনে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে পিছনে। সামনে আছে 11 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। কানেকটিভিটির জন্য পাবেন GPS, 4G LTE, ব্লুটুথ, ইত্যাদির সুবিধা।
এই ফোনের দাম দেশের বাজারে শুরু হচ্ছে 59,999 টাকা থেকে। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
এই ফোনে আছে 6.78 ইঞ্চির একটি 2K AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 3200X1440 পিক্সেলের রেজোলিউশন সহ HDR 10+ সাপোর্ট এবং 144 HZ রিফ্রেশ রেট। 1800 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 13 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর।
16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
এখানে আছে 16 GB RAM এবং 515 GB ইন্টারনাল স্টোরেজ। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম দেশের বাজারে রাখা হয়েছে 59,999 টাকা। আর 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 64,999 টাকায়।
2021 সালে লঞ্চ করলেও এই ফোনটির চাহিদা এখনও বেশ ভালই আছে বাজারে। এখানে A15 বায়োনিক প্রসেসর আছে সঙ্গে 6.1 রেটিনা XDR OLED ডিসপ্লে। এখানে 60 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। আছে ফেস আইডির সুবিধা।
IOS 16 -এর সাহায্যে চলে এই ফোন। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে 12 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরাতেও আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 3227 mAh ব্যাটারি আছে এই ফোনে।
এই ফোনের 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যায় 61,999 টাকায়, 71,999 টাকায় 256 GB ইন্টারনাল স্টোরেজ কেনা যায়। আর 91,999 টাকায় কেনা Flipkart থেকে কেনা যায় 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
এই ফোনে আছে 6.73 ইঞ্চির একটি 2K AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। এখানে আছে 3200X1440 পিক্সেলের রেজোলিউশন। এখানে 480 টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে সঙ্গে 1500 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে।
Dolby Vision, HDR 10+ -এর সাপোর্ট মিলবে এখানে। Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই হবে।
অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে। এখানে 50W ওয়্যার্ড, 10W রিভার্স চার্জিং -এর সুবিধা আছে। কানেকটিভিটির জন্য আছে 5G, 4G LTE, ব্লুটুথ, ইত্যাদির সুবিধা।
এই ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল 49,999 এবং 53,999 টাকায় 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে।