Upcoming Phones in December 2024: বছরের শেষে একাধিক স্মার্টফোনের চমক, Vivo, Motorola এবং Redmi রয়েছে লিস্টে

Updated on 04-Dec-2024
HIGHLIGHTS

মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ সেগমেন্টে অনেক ফোন লঞ্চ করা হয়েছে

ডিসেম্বর মাসেও নতুন ফোন আসা থামছে না, মাসের শুরুতে 3 ডিসেম্বর iQOO 13 5G ভারতে লঞ্চ হয়েছে

এখানেই শেষ নয়, এই তালিকায় Vivo X200 Series, Redmi Note 14 সহ একগুচ্ছ ফোন ভারতে আসছে

Upcoming Phones in December 2024: নভেম্বর মাসটি স্মার্টফোন ইউজারদের জন্য দুর্দান্ত কেটেছে। মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ সেগমেন্টে অনেক ফোন লঞ্চ করা হয়েছে। ডিসেম্বর মাসেও নতুন ফোন আসা থামছে না। মাসের শুরুতে 3 ডিসেম্বর iQOO 13 5G ভারতে লঞ্চ হয়েছে। তবে এখানেই শেষ নয়, এই তালিকায় Vivo X200 Series, Redmi Note 14 সহ একগুচ্ছ ফোন ভারতে আসছে। আসুন আপকামিং স্মার্টফোনের তালিকায় এক নজরে দেখে নেওয়া যাক।

Redmi Note 14 series ভারতে লঞ্চ কবে হবে

কয়েক দিন আগে কোম্পানি নিশ্চিত করেছে যে রেডমি নোট 14 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। ভারতে 9 ডিসেম্বর ভারতে চালু করা হয়েছে। আপকামিং সিরিজে কোম্পানি রেডমি নোট 14, রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস মডেল আনা হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজ রেডমি নোট 13 সিরিজের সাক্সেসার হিসেবে একাধিক আপগ্রেড ফিচার সহ আসবে।

আরও পড়ুন: iQOO 13 লঞ্চের সাথেই দাম কমল iQOO 12 5G ফোনের, হল 10 হাজার টাকা সস্তা

Moto G35 ভারতে লঞ্চ কবে হবে

মোটো জি35 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখ প্রকাশ করেছে। এই ফোনের লঞ্চ টিজ করে Flipkart মাইক্রোসাইট লাইভ হয় গেছে। মোটো জি35 5জি স্মার্টফোন ভারতে 10 ডিসেম্বর লঞ্চ হবে। নতুন ফোনের রিয়ার প্যানেল ভিগন লেদর ডিজাইন থাকবে। ফিচার হিসেবে ফোনে 50MP মেইন সেন্সর এবং 120Hz রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে।

Vivo X200 Series ভারতে লঞ্চ কবে হবে

ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে বিক্রি হবে। ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোন 12 ডিসেম্বর লঞ্চ করা হবে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি MediaTek Dimensity 9400 প্রসেসর এবং 6000mAh ব্যাটারি মতো ফিচার থাকবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন লঞ্চ হবে Vivo X200 সিরিজ, জানুন আর কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :