VIVO V17 য়ের সঙ্গে REDMI K20 ফোনের পার্থক্য

Updated on 10-Dec-2019
HIGHLIGHTS

Vivo V17 ফোনটি ভারতে সবে লঞ্চ হয়েছে

ভিভোর ফোনে পাঞ্চ হোল আর রেডমি ফোনে পপ আপ ফ্রন্ট ক্যামেরা আছে

আর দুটিফোনের মেন রেয়ার ক্যামেরা 48Mpর

ভারতে সবে গত কাল ভিভো তাদের নতুন ফোন লঞ্চ করেছে কোম্পানির V সিরিজের এই ফোনটির নাম VIVO V17 আর এই ফোনটির প্রাথমিক দাম 22,990 টাকা আর আজকে আমরা এখানে আপনাদের কাছে 19,999 টাকার প্রাথমিক দামের Redmi K20 ফোনের সঙ্গে এই ভিভো ফোনের তুলনা করে দেখব।

Vivo V17 Vs  Redmi K20 ডিসপ্লে

আমরা যদি প্রথমে এই দুটি ফোনের ডিসপ্লে দেখি তবে এই ফোনের মধ্যে Vivo V17 ফোনটিতে আপনারা পাবেন 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যা 2400×1080 পিক্সাল রেজিলিউশান অফার করে।

আর সেখানে Redmi K20 ফোনে আপনারা একটি 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন যা 2340×1080 পিক্সাল রেজিলিউশান অফার করে।

Vivo V17 Vs Redmi K20 ফোনের হার্ডওয়্যার আর সফটোয়্যার

আমরা যদি দেখি যে এই দুটি ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান কত তবে দুটি ফোনেই আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই।

তবে এখানে Vivo V17 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আর সেখানে Redmi K20 ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 730 চিপসেট।

Vivo V17 Vs Redmi K20 র‍্যাম আর স্টোরেজ

এখানে ভিভোর এই ফোনটি ভারতে একটি মাত্র র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আছে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট।

আর সেখানে Redmi K20 ফোনে আপনারা পাবেন দুটি র‍্যাম আর তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট।, এই ফোন ফোনটি 6Gbর‍্যাম আর 8GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/265GB স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে।

Vivo V17 Vs Redmi K20 ক্যামেরা

এবার আমরা এই দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখেনি।দুটি ফোনেই ক্যামেরা অন্যতম বড় বৈশিষ্ট্য হিসাবে উঠে এসেছে।

Vivo V17 ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা 48MP+8MP+2MP=2MP র ক্যামেরা অফার করে।

আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা। যা একটি পাঞ্চ হোল ক্যামেরা হিসাবে এসেছে।

আর এবার যদি আমরা Redmi K20 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা পাবেন ট্রিপেল রেয়ার ক্যামেরা যা আপনাদের মেন 48MP র ক্যামেরা দেবে। আর সঙ্গে দেবে 8MP আর 13MP র ক্যামেরা।

আর এই সঙ্গে এই ফোনের ফ্রন্টে আছে পপ আপ ক্যামেরা যা 20MP র ক্যামেরা অফার করে।

Vivo V17 Vs Redmi K20 ব্যাটারি

এবার যদি দুটি ফোনের ব্যাটারি দেখা যায় তবে Vivo V17 ফোনে আপনারা 18W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত 4500mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে Redmi K20 ফোনে আপনারা পাবেন 4000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Vivo V17 Vs Redmi K20 দাম

এবার যদি আমরা দুটি ফোনের দাম দেখি তবে সদ্য ভারতে লঞ্চ হওয়া Vivo V17 ফোনের দাম 22,990 টাকা রাখা হয়েছে। আর সেখানে Redmi K20 ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে কেনা যায়।

Connect On :