VIVO U20 আর VIVO U10 দুটি ফোনের পার্থক্য
ভারতে মাত্র কয়েকমাসের ব্যাবধানে Vivo তাদের দুটি U সিরিজের ফোন লঞ্চ করেছে। Vivo U10 ফোনটি কোম্পানি এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল, আর তার পরে মাত্র দু মাসের ব্যাবধানে কোম্পানি ভারতে Vivo U20 ফোনটি লঞ্চ করেছে। আর আজকে এখানে আমরা এই দুই ফোনের একটি তুলনামূলক আলোচনা করব।
Vivo U20 vs VIVO U10 য়ের ডিসপ্লে
2019 সালে দু মাসের ব্যাবধানে লঞ্চ হওয়া এই দুটি ফোনের ডিসপ্লে যদি আমরা দেখি তবে প্রথমে Vivo U20 ফোনটিতে আপনারা পাবেন একটি 6.53 ইঞ্চির IPC LCD ডিসপ্লে।
আর Vivo U10 ফোনে আছে সেখানে 6.35 ইঞ্চির IPC LCD ডিসপ্লে।
Vivo U20 Vs Vivo U10 ফোনের অপারেটিং সিস্টেম ও অন্য ডিটেল
আপনারা এই দুটি ফোনেই পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই। যেখানে Vivo U20 তে দেওয়া হয়েছে ফানটাচ 9.2 সেখানে Vivo u10 য়ে আছে ফানটাচ 9.1.
আর Vivo U20 ফোনটি অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আর অ্যাড্রিনো 612 যুক্ত। আর সেখানে Vivo U10 ফোনে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আর অ্যাড্রিনো 610।
Vivo U20 VS Vivo U10 ফোনের র্যাম আর স্টোরেজ
Vivo U20 ফোনটিতে আপনারা পাবেন দুটি র্যাম আর স্টোরেজ অপশান। ফি ফোনে আছে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাবেন একটি 6GB র্যাম আর 64GB স্টোরেজ। এই স্টোরেজ অবশ্য মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।আর এই স্টোরেজ UFS 2.1।
আর সেখানে Vivo U10 ফোনে আপনারা পাবেন তিনটি র্যাম আর স্টোরেজ অপশান এই ফোনে আছে 3GB র্যাম আর 32GB স্টোরেজ আর এর সঙ্গে আছে 3GB র্যাম আর 64GB স্টোরেজ আর 4GB র্যাম আর 64GB স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
Vivo U20 Vs Vivo U10 ফোনের ক্যামেরা
Vivo U20 ফোনে AI ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা 16MP r মেন ক্যামেরার সঙ্গে একটি 8MP র আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে। আর একটি 2MP র ম্যাক্রো লেন্স দিচ্ছে। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16Mp র ক্যামেরা।
আর Vivo U10 ফোনে আপনারা পাবেন ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 13MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র ক্যামেরা আর একটি 2MP র ডেপথ সেন্সার দেবে। আরফ ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo V20 Vs Vivo U10 য়ের ব্যাটারি
Vivo U20 ফোনে আপনারা পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি আর এই ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।
আর সেখানে Vivo U10 য়েও আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন যা আপনাদের 18 W ফাস্ট চার্জ সাপোর্ট দেবে।