VIVO U10 VS REALME 3 দুটি ফোনের মধ্যে কোনটি কেমন

Updated on 24-Sep-2019
HIGHLIGHTS

ভারতে Vivo U10 আজকে লঞ্চ হয়েছে

Realme 3 ফোনটি 360 ডিগ্রি ভিউ যুক্ত

ভারতে আজকে সবে Vivo U10 ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে পাবেন একটি শক্তিশালী  5000mAh য়ের ব্যাটারি। আছে আর এর সঙ্গে আমরা আজকে Realme র ফোন Realme 3 র একটি তুলনা মূলক আলোচনা করব, এই ফোনটি 360 ডিগ্রি ভিউইনং অ্যাঙ্গেলের সঙ্গে এসেছে।

Vivo আর Realme ফোনের ডিসপ্লের মধ্যে পার্থক্য

আপনারা Vivo U10 ফোনটিতে 6.35 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এটি সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। আর Realme 3 ফোনটিতে আপনারা 6.22 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে আছে IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটিতে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান পাবেন।

Vivo আর Realme ফোনের মধ্যে স্টোরেজ, র‍্যাম আর সফটোয়্যারের পার্থক্য

আপনারা Vivo U10 ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আর এই ফোনে অক্টা কোর প্রসেসার দেওয়া হেয়ছে। ফোনটিতে আপনারা দুটি র‍্যাম আর স্টোরেজ অপশানে পাবেন। 3GB/32GB আর 4GB/64GB।

আর Realme 3 ফোনটিতে আপনারা পাবেন অ্যান্ড্র্যেড 9 পাই আর ফোনে আছে মিডিয়াটেক হেলিও P70। আর এই ফোনে এর সঙ্গে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। 3GB/32GB 3GB/634GB আর 4GB/64GB আর দুটি ফোনের স্টোরেজই আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

Vivo U10 আর Realme 3 ফোনের ক্যামেরা

আপনারা Vivo U10 ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 13+8+2MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্ট আছে একটি 8MP র ক্যামেরা।

আর Realme 3 ফোনে আপনারা পাবেন 13+2MP র ক্যামেরা আর ফোনের ফ্রন্টে আছে 13MP র ক্যামেরা।

Vivo U10 আর Realme 3 ফোনের ব্যাটারি ও অন্যান্য ডিটেলস

আপনারা Vivo U10 ফোনটিতে পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আর সেখানে Realme 3 ফোনটিতে আপনারা পাবেন একটি 4230mAH য়ের ব্যাটারি যা 10W ফাস্ট চার্জ সাপোর্ট কর

Connect On :