Upcoming Smartphones March 2024: ফ্ল্যাগশিপ থেকে বাজেট, শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই শক্তিশালী স্মার্টফোনগুলি

Updated on 27-Feb-2024
HIGHLIGHTS

ফেব্রুয়ারি মাসে ভারতে এবং গ্লোবাল মার্কেটে একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েছে

এখানে থামবে না! আগামী মাস অর্থাৎ মার্চ 2024 এ বাজারে আসছে একাধিক ফোন

এতে থাকবে Samsung Galaxy F15, Nothing Phone (2a), Realme 12+ 5G সহ একাধিক ফোন বাজারে আসছে

Upcoming Smartphones March: ফেব্রুয়ারি মাসে ভারতে এবং গ্লোবাল মার্কেটে একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েছে। এখানে থামবে না! আগামী মাস অর্থাৎ মার্চ 2024 এ বাজারে আসছে একাধিক ফোন। এতে থাকবে Samsung Galaxy F15, Nothing Phone (2a), Realme 12+ 5G সহ একাধিক ফোন বাজারে আসছে। আসুন জেনে নেওয়া যাক কোন ফোন কবে আসছে বাজারে।

Samsung Galaxy F15
4 মার্চ

স্যামসাং এর আপকামিং ফোন গ্যালাক্সি F15 আগামী মাসে 4 মার্চ লঞ্চ হবে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। আপকামিং ফোনটি AMOLED ডিসপ্লে এবং 6000mAh এর একটি বড় ব্যাটারি সহ আসবে।

আরও পড়ুন: Confirm! সস্তায় সেরা ক্যামেরা সহ আসছে Vivo V30 Series, ভারতে এই দিন লঞ্চ হবে দুটি ফোন

Nothing Phone (2a)
5 মার্চ

Nothing স্মার্টফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি সহ বাজারে আসতে পারে

ট্রান্সপারেন্ট নাথিং ফোন (2a) ফোনের লঞ্চের তারিখও জানিয়ে দিয়েছে কোম্পানি। এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে। ফোনটি ভারতে 5 মার্চ লঞ্চ করা হবে। স্মার্টফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি সহ বাজারে আসতে পারে।

Realme 12+ 5G
6 মার্চ

রিয়েলমির এই ফোনটি 6 মার্চ লঞ্চ হবে। ফোনের বিক্রি Flipkart থেকে করা হবে। ফোনের কিছু স্পেক্স এবং ফিচার লঞ্চের আগে ফ্লিপকার্টে প্রকাশ হয়েছে। এটি প্রিমিয়াম ডিজাইন এবং পাওয়ারফুল প্রসেসর সহ লঞ্চ করা হবে। ফোনে Sony LYT-600 OIS লেন্স দেওয়া হবে।

Vivo V30 Series
7 মার্চ

এতে কোম্পানি ক্যামেরা ফিচারে ফোকস করবে

ভিভোর এই ফোনটি আগামী মাসে 7 তারিখ লঞ্চ করা হবে। ফোনটি ফ্লিপকার্ট মাইক্রোসাইটে লাইভ করা হয়েছে। এই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন আনা হবে। এতে কোম্পানি ক্যামেরা ফিচারে ফোকস করবে।

আরও পড়ুন: Lava Blaze Curve 5G: লঞ্চের আগে ফাঁস হল ফোনের দাম এবং প্রসেসর, জানুন সমস্ত ডিটেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :