2022 সালের এপ্রিল মাসের আপকামিং স্মার্টফোন খুঁজছেন? লেটেস্ট ডিভাইস কিনবেন বলে তার ফিচার ও সম্ভাব্য দাম জানতে চাইছেন? তাহলে আর অপেক্ষা কিসের শেষ পর্যন্ত পড়ে জেনে নিন এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির সম্পর্কে। যার মধ্যে কিছু ফোন অফিসিয়ালি কনফার্ম এবং কিছু ফোন লঞ্চের ব্যাপারে বিশেষজ্ঞরা আশা করছেন। এপ্রিলে স্মার্টফোন লঞ্চের ওপেনিং করতে চলেছে Samsung Galaxy M33 5G, এরপর Realme, Oppo, Xiaomi এবং অন্যান্য বড় স্মার্টফোন কোম্পানির ফোন লঞ্চ হতে চলেছে।
এছাড়াও, Poco, OnePlus, Vivo, iQOO এর মতো ব্র্যান্ডগুলির নতুন ডিভাইসও এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, একমাত্র Realme এবং Xiaomi তাদের টপ টায়ার Android ফোন লঞ্চ করতে পারে। Samsung, Realme, Motorola, Poco এবং OnePlus তাদের এফোর্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি Redmi, Moto এবং Poco তাদের এফোর্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে জানা গেছে।
2022 সালের এপ্রিল মাসে যে যে স্মার্টফোনগুলি লঞ্চ হতে পারে সেগুলি সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
এপ্রিল মাসের সর্বপ্রথম Samsung Galaxy M33 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। অক্টাকোর চিপ এবং Exynos 1280 SoC প্রসেসরে চলা Galaxy M সিরিজের নতুন এই স্মার্টফোন 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে আসবে। এছাড়াও ফোনটি 6,000mAh ব্যাটারি এবং 25W টাইপ-C ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Samsung Galaxy M33 5G ফোনটি ভারতে আজ অর্থাৎ 2 এপ্রিল লঞ্চ হয়েছে।
ভারতে সম্ভাব্য দাম
Galaxy M33 5G ফোনটির 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা হতে পারে।
Realme এর টপ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে Realme GT 2 Pro। গ্লোবালি ফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। Snapdragon 8 Gen 1 Soc প্রসেসরে চলা ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং 6.7-inch 2K AMOLED LTPO ডিসপ্লে অফার করে। 12GB পর্যন্ত RAM এর সুবিধা সহ ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং অফার করে। Realme GT 2 Pro ফোনটি Android 12 এর Realme UI 3.0 সিস্টেমে চলবে এবং ডিভাইসটি ট্রিপিল রিয়ার ক্যামেরার সাথে আসবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Realme GT 2 Pro ফোনটি ভারতে 7 এপ্রিল লঞ্চ করবে।
ভারতে সম্ভাব্য দাম
Realme GT 2 Pro ফোনটি গ্লোবালি EUR 749 দামী সেল হচ্ছে, যযা ভারতীয় মুদ্রায় 62,800 টাকা। ফোনটির দাম ভারতে 60,000 টাকার মধ্যে হতে পারে।
Moto G22 ফোনটি এক মাস আগে গ্লোবালি লঞ্চ করেছে। ভারতেও ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। 90Hz রিফ্রেশ রেট এবং 6.5-inch স্ক্রিনের ফোনটি MediaTek Helio G37 চিপসেট এবং 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ অফার করে। Moto G22 কোয়াড রিয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি ব্যাকআপের সাথে আসতে চলেছে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Moto G22 ফোনটি ভারতে এপ্রিলেরর দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Moto G22 ভারতে 15,000 টাকা দামে সেল হতে পারে।
Xiaomi এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এইমাসে লঞ্চ হতে চলেছে। ফোনটি ইতিমধ্যে চীন এবং কিছু কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। Snapdragon 8 Gen 1 প্রসেসর এবং Android 12 এর MIUI 13 এর সাহায্যে চলা স্মার্টফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.73-inch AMOLED ডিসপ্লে অফার করে। এছাড়াও, Xiaomi 12 Pro ফোনে রয়েছে ট্রিপিল রিয়ার ক্যামেরা এবং তার সাথে রয়েছে 4,600mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সিস্টেম।
সম্ভাব্য লঞ্চ ডেট
Xiaomi 12 Pro ফোনটি ভারতে 12 এপ্রিল লঞ্চ করতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Uk তে Xiaomi 12 Pro ফোনটির দাম £1,049 যা ভারতীয় মুদ্রায় 1,04,300 টাকা। ভারতে ফোনটি বেশি দামেই লঞ্চ হতে পারে।
Oppo কোম্পানি F21 Pro এর 5G এবং 4G দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। রিউমর অনুযায়ী, 5G ভার্সানটি Snapdragon 695 SoC চিপসেট, 6.43-inch FHD+ AMOLED ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ আসতে পারে। অন্যদিকে 4G ভ্যারিয়েন্টটি Snapdragon 680 প্রসেসর, 6.43-inch FHD+ AMOLED স্ক্রিন এবং 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ আসতে পারে। দুটি ভ্যারিয়েন্টেই 4,500mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Oppo F21 Pro ফোনটি ভারতে 12 এপ্রিল লঞ্চ করবে।
ভারতে সম্ভাব্য দাম
Oppo F21 Pro ভারতে 25,000 টাকা দামে সেল হতে পারে।
Motorola Edge 30 লঞ্চের ব্যাপারে অফিসিয়ালি কিছু জানা না গেলেও বিভিন্ন ধরনের রিপোর্ট অনুসারে, ফোনটি Snapdragon 778G Plus 5G চিপসেট, 8GB RAM, Android 12 OS এর সাথে লঞ্চ হতে পারে। এছারাও ফোনটিতে থাকবে AMOLED ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।
সম্ভাব্য লঞ্চ ডেট
Motorola Edge 30 ফোনটি ভারতে এপ্রিলের দ্বিতীয় হাফে লঞ্চ করতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
ভারতে Motorola Edge 20 ফোনটি 29,999 টাকায় লঞ্চ হয়েছিল, Motorola Edge 30 ফোনটিও এমন দামেই লঞ্চ হতে পারে।
কোম্পানির নিজের দেশের লঞ্চের পর ভারতেও খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3। Dimensity 8100 SoC এবং 6.7-inch FHD+ AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোনটি 4,500mAh ব্যাটারি এবং 150W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসতে পারে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX766 (OIS)।
সম্ভাব্য লঞ্চ ডেট
Realme GT Neo 3 ফোনটি ভারতে এপ্রিলের দ্বিতীয় হাফে বা শেষের দিকে লঞ্চ করতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
চীনা দাম অনুযায়ী Realme GT Neo 3 ফোনটি 30,000 টাকায় ভারতে লঞ্চ হতে পারে।
OnePlus এর নতুন লাইট মডেলটি Realme V25 এর রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে। ফোনটি 6.58-inch FHD+ LCD প্যানেল এবং 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট সহ আসতে পারে। Nord CE 2 Lite ডিভাইসটি Snapdragon 695 5G প্রসেসর এবং 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অফার করবে। এছাড়াও ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
OnePlus Nord CE 2 Lite ফোনটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
OnePlus Nord CE 2 Lite ভারতে 20,000 টাকায় লঞ্চ হতে পারে।
চীনের Redmi Note 11E 5G ফোনের রিব্র্যান্ডেড ফোন হিসেবে লঞ্চ হতে পারে Redmi 10 Prime+ 5G। ফোনটি 90Hz রিফ্রেশ রেট সহ 6.58-inch FHD+ LCD স্ক্রিন অফার করে। এছাড়াও, Redmi 10 Prime+ 5G Dimensity 700 প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ আসতে পারে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Redmi 10 Prime+ 5G ফোনটি ভারতে এপ্রিল মাসের শেষে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Redmi 10 Prime+ 5G ভারতে 15,000 টাকা দামে সেল হতে পারে।
108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8GB পর্যন্ত RAM সহ Realme 9 4G ভারতে লঞ্চ হতে চলেছে শীঘ্রই। ফোনটিতে থাকবে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।
সম্ভাব্য লঞ্চ ডেট
Realme 9 4G ফোনটি ভারতে মিড-এপ্রিলে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Realme 9 4G ফোনটি ভারতে 15,000 টাকা দামের মধ্যে সেল হতে পারে।
Poco এর পরবর্তী এফোর্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন Poco F4 5G, Snapdragon 870 SoC প্রসেসর, Adreno 650 GPU এবং Android 12 সিস্টেমে চলতে পারে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-inch FHD+ AMOLED ডিসপ্লে, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8GB RAM অফার করতে পারে। ফোনটি 4500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Poco F4 5G ফোনটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Poco F4 5G ফোনটি ভারতে 30,000 টাকা দামের মধ্যে সেল হতে পারে।
Poco M4 5G ফোনটি MediaTek Dimensity 700 SoC প্রসেসর এবং 6.58-inch IPS LCD FHD+ ডিসপ্লে সহ আসতে পারে। এছাড়াও, ফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সাপোর্ট থাকতে পারে।
Poco M4 5G ফোনটি ভারতে মিড-এপ্রিল লঞ্চ হতে পারে।
Poco M4 5G ফোনটি ভারতে 12,000 টাকা দামের মধ্যে সেল হতে পারে।
Vivo Y54s স্মার্টফোনটি 6.51-inch FHD+ LCD ডিসপ্লে এবং MediaTek Dimensity 700 SoC প্রসেসর সহ লঞ্চ হতে পারে। ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Vivo Y54s ফোনটি ভারতে এপ্রিলের প্রথম হাফে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Vivo Y54s ফোনটি ভারতে 20,000 টাকা দামের আশেপাশে সেল হতে পারে।
Vivo T1 এর সাকসেসর Vivo T1 Pro 5G এর স্পেসিফিকেশন এখনো সেভাবে জানা যায়নি। তবে ফোনটি এপ্রিলেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
সম্ভাব্য লঞ্চ ডেট
Vivo T1 Pro 5G ফোনটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
Vivo T1 Pro 5G ফোনটি ভারতে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ হতে পারে।