Upcoming Phones this week: জুলাই মাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে এখানেই শেষ নয়। জুলাই মাসের বাকি কয়েকদিন এবং আগামী মাসের শুরুতে ভারতে আসছে একাধিক স্মার্টফোন। Realme 13 Pro Series এবং Nothing Phone 2a Plus মতো বহু প্রতীক্ষিত স্মার্টফোন থেকে শুরু করে OPPO K12x 5G, realme Narzo N61 এবং POCO M6 Plus 5G মতো সস্তা 5G স্মার্টফোন বাজারে লঞ্চ হবে। আসুন চলতি সপ্তাহ 29 জুলাই থেকে 3 অগাস্ট এর মধ্যে কোন কোন স্মার্টফোন বাজারে আসছে জেনে নেওয়া যাক।
লঞ্চ তারিখ : 29 জুলাই
চলতি সপ্তাহের প্রথমেই বাজারে আসছে ওপ্পো কে12এক্স 5জি ফোন। এটি MIL-STD-810H মিলিট্রি গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। এতে 6.67 ইঞ্চি HD+ 120Hz ডিসপ্লে থাকবে। এর সাথে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার দিতে ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 5100mAh ব্যাটারি হতে পারে। আপকামিং ওপ্পো ফোনটি কোয়ালকম Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ হতে পারে। এটি বাজেট প্রাইসে আনা হবে। ফোনের দাম 15000 টাকার কাছাকাছি হতে পারে।
লঞ্চ তারিখ : 29 জুলাই
ওপ্পো মোবাইলের পাশাপাশি, রিয়েলমি নারজো এন61 ফোনও বাজারে এন্ট্রি নেবে। এটি লো বাজেট ফোন হবে, যা 12 হাজার টাকায় লঞ্চ হতে পারে। কোম্পানি নিশ্চিত করেছে যে এতে IP54 রেটিং এবং 5000mAh ব্যাটারি দেওয়া হবে। তবে লিক অনুযায়ী, ফোনে 6 জিবি RAM সহ 128 জিবি স্টোরেজ সাপোর্ট থাকবে। ফোনটি 50MP রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে পারে।
লঞ্চ তারিখ : 30 জুলাই
রিয়েলমির আগামী সিরিজ রিয়েলমি 13 প্রো হতে চলেছে। এই সিরিজে দুটি মডেলে হবে – রিয়েলমি 13 প্রো এবং রিয়েলমি 13 প্রো প্লাস 5জি। স্পেসিফিকেশন হিসেবে দুটি মডেলেই Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হবে। এর সাথে 12 জিবি পর্যন্ত RAM সাপোর্ট থাকতে পারে। দুটি মডেলেই 50+50MP রিয়ার সোনি সেন্সর থাকবে। পাওয়ার দিতে দুটি ফোনে 5200mAh ব্যাটারি সাপোর্ট হবে।
লঞ্চ তারিখ : 31 জুলাই
নাথিং কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে আপকামিং নাথিং ফোন 2a প্লাস বিশ্বের প্রথম ফোন হবে যা মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 প্রো চিপসেট সহ আসবে। এটি 31 জুলাই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। এটি 12 জিবি RAM সহ নাথিং কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হবে। এর সাথে কোম্পানি তার জনপ্রিয় ডিজাইন ট্রান্সপেরেন্ট লুক কে বজায় রেখে গ্লিফ লাইট অফার করবে। ফোনে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। ফোনের দামের কথা বললে, এটি 32,990 টাকায় আসতে পারে।
লঞ্চ তারিখ : 1 অগাস্ট
পোকো এম6 প্লাস 1 অগাস্টে ভারতে লঞ্চ হবে। এটি Redmi 13 5G ফোনের রিব্র্যান্ডিং হবে বলে আশা কর হচ্ছে। লিক অনুযায়ী, আপকামিং পোকো স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 4 Gen 2e চিপসেট দেওয়া হবে। এটি 8 জিবি RAM সাপোর্ট করবে। এর সাথে পোকো এম6 প্লাস 5জি ফোনে 108MP রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যাবে বলে জানা গেছে। ফোনে পাওয়ার দিতে 5030mAh ব্যাটারি থাকতে পারে।