Upcoming Smartphone: চলতি সপ্তাহে ভারতে আসতে চলেছে দুর্দান্ত সব স্মার্টফোন, দেখুন তালিকা

Updated on 12-Sep-2022
HIGHLIGHTS

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

তালিকায় আছে মটোরোলার দুটো ফোন সহ রিয়েলমি, ইত্যাদি ব্র্যান্ডের ফোন

রিয়েলমি সি30এস, আইকিউওও জেড 6 লাইট 5 জি, মটোরোলা এজ 30 ফিউশন লঞ্চ হতে চলেছে এই সপ্তাহে

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সমানেই পুজোর মরশুম তার আগেই একাধিক ফোন ভারতের বাজারে আসছে। তালিকায় আছে মটোরোলার দুটি ফোন সহ রিয়েলমি, ভিভো, একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। দেখে নিন কোন ব্র্যান্ডের কোন ফোন লঞ্চ হচ্ছে আর তাদের দামই বা কত, ফিচার কী কী রয়েছে?

Motorola Edge 30 Ultra

13 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে এই ফোন, যেখানে থাকবে 200মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এই ফোনের ডিসপ্লেতে থাকবে 144 Hz রিফ্রেশ রেট এবং 125W ফাস্ট চার্জিং সাপোর্ট। দাম 50,000 টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Motorola Edge 30 Fusion

এই ফোনটিও 13 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এখানে থাকবে Snapdragon 888+ প্রসেসর। POLED ডিসপ্লেতে থাকবে 144 Hz রিফ্রেশ রেট সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা।

Realme Narzo 50i Prime

এই ফোনটিও 13 তারিখ লঞ্চ হলেও হতে পারে ভারতে যেখানে থাকবে UniSoc T612 প্রসেসর সহ 5000mAh ব্যাটারি।

Realme C30S

14 সেপ্টেম্বর ভারতে আসতে চলেছে Realme সংস্থার এই ফোন যেখানে থাকবে HD+ ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে 5000mAh ব্যাটারি। এখানেও UniSoc T612 প্রসেসর থাকতে পারে।

Realme GT Neo 3T

16 সেপ্টেম্বর এই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে এখানে থাকবে 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ snapdragon 870 প্রসেসর এবং 80W ফাস্ট চার্জিং এর সুবিধা। 30,000 টাকার কম বেশি দাম হবে এই ফোনের।

iQOO Z6 Lite 5G

আগামী 14 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে এই ফোন। এই ফোনের মাধ্যমে বিশ্বে আসতে চলেছে Snapdragon 4 Gen 1 প্রসেসর  যেখানে থাকবে 120 Hz রিফ্রেশ রেট সহ 6 GB RAM এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের দাম হবে 15,000 টাকার আশপাশে।

Connect On :