Upcoming phones in October end: অক্টোবর শেষে আসছে OnePlus 13, iQOO 13 সহ একগুচ্ছ প্রিমিয়াম স্মার্টফোন
সেপ্টেম্বর মাসে iPhone 16 সিরিজ, Vivo T3 Ultra এবং Motorola Razr 50 সহ অনেক দুর্দান্ত স্মার্টফোনের লঞ্চ আমরা দেখেছি
অক্টোবরের শেষে OnePlus 13, iQOO 13 সহ একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে
শাওমি 15 সিরিজ এর ফোন চীনে 29 অক্টোবর লঞ্চ হবে
Upcoming phones in October end: সেপ্টেম্বর মাসে iPhone 16 সিরিজ, Vivo T3 Ultra এবং Motorola Razr 50 সহ অনেক দুর্দান্ত স্মার্টফোনের লঞ্চ আমরা দেখেছি। তবে এখানেই শেষ নয়, কারণ অক্টোবরের শেষও রয়েছে একগুচ্ছ স্মার্টফোনের লঞ্চিং। এখানে আসতে চলেছে OnePlus 13, iQOO 13 সহ একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্টফোন কবে লঞ্চ হবে।
Upcoming phones in October End 2024:
Xiaomi 15 Series
শাওমি 15 সিরিজ এর ফোন চীনে 29 অক্টোবর লঞ্চ হবে। এটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেট সহ আসা প্রথম স্মার্টফোন হতে চলেছে। এছাড়া ফোনে 6.7-ইঞ্চি 1.2K OLED ডিসপ্লে, 50MP প্রাইমারি এবং 5500mAh ব্যাটারি মতো ফিচার থাকবে।
Honor Magic 7 series
অনার এর আপকামিং ফোন হবে ম্যাজিক 7 সিরিজ। খবর অনুযায়ী, অনার ফোনটি Qualcomm Snapdragon 8 Elite সহ আসবে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 180MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। ফোনটি 5600mAh ব্যাটারি এবং 100W ওয়্যারড এবং 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
OnePlus 13
ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস 13 হতে চলেছে। এটি চলতি মাস অক্টোবর মাসেই চীনে লঞ্চ করা হবে। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি আপকামিং Snapdragon 8 Gen 4 প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি সহ আসবে।
iQOO 13
ভিভো সব-ব্র্যান্ড আইকিউ নিশ্চিত করছে যে তার আগামী প্রিমিয়াম স্মার্টফোন আইকিউ 13 সিরিজ হবে। এটি অক্টোবর মাসেই চীনের বাজারে এন্ট্রি করবে। খবর অনুযায়ী আইকিউ 13 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসসরে কাজ করবে। এছাড়া এটি IP68 রেটিং সাপোর্ট করবে। আশা করা হচ্ছে যে আপকামিং ফোনটি 16 জিবি পর্যন্ত RAM এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এতে 6.7-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। এছাড়া ফোনটি 6150mAh ব্যাটারি সহ আসতে পারে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: 35000 টাকা ছাড়ে Samsung 5G স্মার্টফোন কেনার সুযোগ, দিওয়ালি সেলে বাম্পার ডিল
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile