ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই সব স্মার্টফোন, OnePlus থেকে Xiaomi পর্যন্ত রয়েছে লিস্টে

Updated on 10-Dec-2021
HIGHLIGHTS

Xiaomi, Realme, Motorola এর মতো অনেক কোম্পানি ভারতীয় বাজারে তাদের স্মার্টফোন লঞ্চ করেছে

OnePlus RT এবং ASUS 8Z-এর মতো ফোনগুলি ফ্ল্যাগশিপ রেঞ্জে আসতে চলেছে

Vivo V23 5G, Motorola Moto G51 5G, Micromax IN 1 Pro এর মতো ফোনগুলিও ভারতে লঞ্চ হতে চলেছে৷

 

গত মাসে, Xiaomi, Realme, Motorola এর মতো অনেক কোম্পানি ভারতীয় বাজারে তাদের স্মার্টফোন লঞ্চ করেছে। এখন এই মাসেও অনেক স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। Infinix এবং Tecnoও ডিসেম্বরে তাদের বাজেট স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এছাড়া, OnePlus RT এবং ASUS 8Z-এর মতো ফোনগুলি ফ্ল্যাগশিপ রেঞ্জে আসতে চলেছে। আসুন লিস্ট দেখে নেওয়া যাক।

ডিসেম্বর 2021 সালে লঞ্চ হওয়া স্মার্টফোন (Upcoming Sartphones in Dec 2021)

OnePlus RT

OnePlus 9RT সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে এবং এখন এটি ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনের দাম ও ফিচারও ফাঁস হয়েছে। এই ফোনের সঙ্গে OnePlus Buds Z2 ফোনও লঞ্চ করা যেতে পারে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, OnePlus 16 ডিসেম্বর ভারতে তার ফ্ল্যাগশিপ লঞ্চ করতে পারে।

Xiaomi 11i Hypercharge

Redmi Note 11 সিরিজ শাওমি কোম্পানি অক্টোবর মাসে চিনে লঞ্চ করেছে। এখন খবর আসছে যে Redmi Note 11 Pro+ ভারতে Xiaomi 11i Hypercharge নামে লঞ্চ হবে। স্মার্টফোনে 6.67-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনে MediaTek Dimensity 920 প্রসেসর, 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।

Realme Narzo 50A Prime

Realme গত মাসে ভারতে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। Realme Narzo 50A Prime ফোনে 6.5 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা যেতে পারে।

Realme C35

Realme C35 ফোন সম্পর্কে খরব সামনে আসছে। এই ফোনের লঞ্চিংও এই মাসেই হতে চলেছে। Realme C35 ভারতে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ লঞ্চ করা যেতে পারে। এই স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে এবং 10W চার্জিং সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। ফোনের দাম হবে 9,000 টাকা।

ASUS 8Z

Asus এই বছরের মে মাসে ইউরোপের বাজারে ZenFone 8 সিরিজ লঞ্চ করেছে। ASUS 8Z এখন ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ASUS 8Z ফোনে 5.9-ইঞ্চি FHD + সুপার AMOLED ডিসপ্লে মিলবে যার রিফ্রেশ রেট 120Hz হবে। ফোনে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হবে।

এই স্মার্টফোনগুলি ছাড়াও, Vivo V23 5G, Motorola Moto G51 5G, Micromax IN 1 Pro এর মতো ফোনগুলিও ভারতে লঞ্চ হতে চলেছে৷

Connect On :