Snapdragon 888 চিপসেট সহ 5 সেরা স্মার্টফোন, দাম 50000 টাকার মধ্যে, জানুন দাম এবং ফিচার

Updated on 31-Mar-2022
HIGHLIGHTS

Snapdragon 888 চিপসেটে চলা সবচেয়ে এফোর্ডেবল স্মার্টফোনটি হল iQOO 9 SE

iQOO 9 ফোনটি BMW M রঙের সাথেও পাওয়া যায়

Snapdragon 888 চিপসেটের সবচেয়ে কমপ্যাক্ট স্মার্টফোন হল Asus 8Z

আপনি নতুন Android স্মার্টফোন কেনার কথা ভাবছেন? এবং আপনার হাতে এই মুহূর্তে রয়েছে 50,000 টাকা! তাহলে সময় হয়েছে আপনার সমস্ত অপেক্ষার অবসান ঘটানোর, এবার আপনার পকেটে আসতে চলেছে একটি ছোট-খাটো মন্সটার। এমন লেখার কারণ? 2022 সালের প্রথম তিন মাসেই বেশকিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে, যেগুলি রিজনেবল দামে সেরার সেরা ডিভাইস গ্রাহকদের অফার করছে। ফোনগুলি লঞ্চ হয়েছে গত বছরে তৈরী হওয়া Snapdragon 888 চিপসেটের সাথে। বর্তমানে Snapdragon 8 Gen 1 চিপসেটের রমরমা চললেও Snapdragon 888 এর অসাধারণ ফ্ল্যাগশিপ অফারগুলি আপনার নজর কারতে বাধ্য। এই ফোনগুলি একদিকে যেমন আপনার সমস্ত দাবি পূরণ করতে সফল হবে, অন্যদিকে এমন কিছু অতিরিক্ত বেনিফিট দেবে, যা আপনাকে অন্যান্য স্মার্টফোন ইউজারের থেকে আলাদা করে তুলবে।

আপনাদের সুবিধার জন্যে এই মুহূর্তের সেরা 5 টি স্মার্টফোন সম্পর্কে এখানে বিস্তারিত জানানো হল, যেগুলির দাম 50,000 টাকার কম, কিন্তু সার্ভিস দেবে সেরার সেরা। জেনে নিন 50,000 টাকার মধ্যে Snapdragon 888 চিপসেট সহ স্মার্টফোনগুলির সম্পর্কে।

50,000 টাকার মধ্যে Snapdragon 888 চিপসেটের সেরা স্মার্টফোন

iQOO 9 SE

Snapdragon 888 চিপসেটে চলা এই মুহুর্তের সবচেয়ে এফোর্ডেবল স্মার্টফোনটি হল iQOO 9 SE। স্মার্টফোনটি মার্কেটে 33,999 টাকা দামে পাওয়া যায়। গেমারদের টার্গেট করে বানানো ফোনটি স্বাভাবিক ভাবেই অসাধারণ ফিচারের সাথে লঞ্চ করেছিল। iQOO 9 SE ডিভাইসটি 120Hz রিফ্রেশ রেট সহ MEMC চিপ সাপর্টেড 6.6-inch FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে 4,500mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং ব্যবস্থা রয়েছে। ক্যামেরা ফিচারে রয়েছে 48 মেগাপিক্সেল ট্রিপিল রিয়ার ক্যামেরা সিস্টেম। স্মার্টফোনটি Android 12 এর Vivo Fun Touch OS 12 এর সাহায্যে চলে।

iQOO 9

iQOO 9 SE আপগ্রেডেড ভার্সান iQOO 9 স্মার্টফোন 42,990 টাকা থেকে পাওয়া যাবে। এই ফোনে আপনি, কিছুটা ফাস্ট Snapdragon 888 plus চিপ এবং একটি 10-bit 120Hz AMOLED ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটি স্টেরিও স্পিকার সেট আপ এবং MEMC চিপের সাহায্যে চলে। ফোনটি 4,350mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। iQOO 9 স্মার্টফোনে একটি 48 মেগাপিক্সেল গিম্বল  অ্যাসিস্টেড মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। ফোনটি BMW M রঙের সাথেও পাওয়া যায়।

Xiaomi 11T Pro

Xiaomi 11T Pro স্মার্টফোনটি সুপার ফাস্ট চার্জিং এর জন্যে বিখ্যাত। 120W ফাস্ট চার্জিং সহ ফোনটির দাম 40,000 টাকা থেকে শুরু হয়। Xiaomi 11T Pro ফোনটি 0 থেকে 100% চার্জ হতে মোট সময় নেয় মাত্র 20 মিনিট। ডিভাইসটি 10-bit 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে অফার করে। Snapdragon 888 চিপসেটে চলা ফোনটি 108 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরার সাথে আসে।

Asus 8Z

Snapdragon 888 চিপসেটের সবচেয়ে কমপ্যাক্ট স্মার্টফোন হল Asus 8Z, যার দাম মার্কেটে 42,999 থেকে শুরু হয়। 169 গ্রামের লাইট-ওয়েট ক্যাটেগরির এই স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট সহ 5.9-inch ডিসপ্লে অফার করে। এছাড়াও ফোনটিতে রয়েছে HDR+ সাপোর্ট, ডুয়াল স্টেরিও স্পিকার এবং 64 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এর সাথে ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। Asus 8Z 4,000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পাওয়া যাবে।

Realme GT 5G

Realme GT 5G স্মার্টফোনটি Snapdragon 888 চিপসেটের অন্যতম একটি এফোর্ডেবল স্মার্টফোন। 37,999 টাকা থেকে শুরু এই স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে, 4,500mAh ব্যাটারি  এবং 65W চার্জার। ফোনটি 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং লেটেস্ট Android 12 এর Realme UI 3.0 এর সাথে আসে। ফোনটি এই লিস্টের সবচেয়ে পুরোনো ফোন, তাই অন্যান্য লেটেস্ট ফোনগুলির মতো কয়েকয়াতি ফিচার এই ফোনে গ্রাহকরা নাও পেতে পারে।

স্পেশাল মেনশন: Motorola Edge 30 Pro

নতুন Motorola Edge 30 Pro ফোনটি Snapdragon 8 Gen 1 চিপের সাথে এলেও 49,999 টাকা দামে অসাধারণ ফিচার অফার করে৷ ফলে আপনার বাজেটের মধ্যে এই ফোনটিও দেখতে পারেন। স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ট্রিপিল রিয়ার ক্যামেরা সিস্টেম এর সাথে পাওয়া যাবে। Motorola Edge 30 Pro স্মার্টফোন Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।  এছাড়াও, ফোনটিতে রয়েছে 4,800mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং সিস্টেম এবং 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।

Connect On :