ভারতে পকেট ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা বেশ ভালই আছে। অনেকেই এই বাজেট ফ্রেন্ডলি ফোন কিনে থাকেন। যার ফলে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলো দেশে এই সেগমেন্টে বহু ফোন লঞ্চ করে থাকে। আপনিও যদি আগামীতে 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। এখান থেকে দেখে নিন কোন কোন ফোন আপনি এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। কোন ফোন আছে তালিকায়, ফিচার কী।
এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 90 Hz রিফ্রেশ রেট মিলবে। সঙ্গে এখানে আছে গোরিলা গ্লাস 3 -এর প্রোটেকশন। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর। গ্রাহকরা এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা পাবেন সঙ্গে আছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এখানে আছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এই ফোনে।
এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে সহ 90 HZ রিফ্রেশ রেট। এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 5000mAh ব্যাটারি মিলবে।
এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি full HD+ ডিসপ্লে সহ 90 Hz রিফ্রেশ রেট। এখানে আছে গোরিলা গ্লাস প্রোটেকশন সহ 18W ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত 5000mAh ব্যাটারি। এটি দুটি স্টোরেজ মডেলে উপলব্ধ আছে, 4 GB RAM এবং 6 GB ইন্টারনাল স্টোরেজ সহ এবং 64 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ। এখানে আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ আরও দুটি 2মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে সহ 120 Hz রিফ্রেশ রেট। এখানে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। এখানে আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।
এই ফোনে আছে 6.4 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ গোরিলা গ্লাস প্রোটেকশন। এখানে MediaTek Helio G99 প্রসেসর। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ একটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। সঙ্গে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এখানে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।