ভারতের স্মার্টফোনের বাজার দিন দিন বেড়েই চলেছে। যুক্ত হয়েছে Apple, Samsung, ইত্যাদি ব্র্যান্ডের একাধিক প্রিমিয়াম স্মার্টফোন। নজর কেড়েছে বিভিন্ন মিড রেঞ্জের ফোনও। তবে এখন কিন্তু দেশে এমন একাধিক ফোন উপলব্ধ আছে যেগুলোর দাম 20,000 টাকার মধ্যে হলেও মিলবে ফাটাফাটি ফিচার। এই রেঞ্জে Realme, Redmi, Motorola, ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। দেখুন এই রেঞ্জের সেরা 5 ফোন।
Poco X5 5G ফোনটিকে বেছে নিতে পারেন। এখানে আছে Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 12। এখানে আছে 33W ফাস্ট চার্জিং-এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এখানে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। এখানে মিলবে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে এই ফোনে। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনের বেস মডেলের দাম 18,999 টাকা। আর টপ মডেলের দাম 20,999 টাকা।
এই ফোনে আছে 6.72 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে। এখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট সহ পাঞ্চ হোল কাটআউট এবং সর্বোচ্চ 680 নিটসের ব্রাইটনেস। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে সঙ্গে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা এবং এটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 19,999 টাকা।
এই ফোনটি কিছুদিন আগেই ভারতে লঞ্চ করেছেন এখানে আছে MediaTek Dimensity 930 প্রসেসর। 6.5 ইঞ্চির একটি Full HD+ IPS LCD ডিসপ্লে আছে এই ফোনে যেখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে এই ফোনে। 30W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। এখানে IP52 রেটিং আছে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা।
এই ফোনে আছে 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট সহ 1200 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। বক্সি ডিজাইন সহ পাঞ্চ হোল কাটআউট মিলবে এখানে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে। এখানে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এখানে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট। এটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 17,999 টাকা। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 19,999 টাকা।
এই ফোনটিও সদ্য লঞ্চ করেছেন দেশে। এখানে আছে 6.6 ইঞ্চির একটি Full HD+ IPS ডিসপ্লে আছে যেখানে মিলবে 60 Hz রিফ্রেশ রেট সহ 480 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। এখানে আছে MediaTek Helio G80 প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 13। এখানে 10W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। সঙ্গে মিলবে 5 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 16,499 টাকায় এটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল মিলবে। সঙ্গে 18,999 টাকায় পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 20,999 টাকার বিনিময়ে পেয়ে যাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।