এই সময়ে মানে 2019 সালে মিড রেঞ্জ ফোনে একাধিক দারুন ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই সময়ে যেমন Relame Xt র মতন ফোন এসেছে যা 64MP র ক্যামেরা অফার করে। আর সেই ফোনের দাম যদি দেখেন তবে এই ফোনটি আপনারা 20 হাজার টাকার মধ্যে পাবেন। ফোনটির প্রাথমিক দাম 15,999 টাকা রাখা হয়েছে।
আর আজকে এই ফোনের সঙ্গে আরও কিছু এমন ফোন বলব যা 20 হাজার টাকার মধ্যে এসেছে। আর এই ফোন গুলি আপনারা কিনতে পারবেন।
এই ফোনটি ভারতে 15,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আই ফোনে আপনারা 4GB র্যাম আর 64GB স্টোরেজ অপাবেন। আর এই ফোনে আপনারা 6GB র্যাম আর 64GB মডেলটি 16,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের যে সব থেকে বড় ভেরিয়েন্ট 8GB র্যাম আর 128GB র স্টোরেজ তা আপনারা 18,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন যা 64mp র মেন ক্যামেরা অফার করে।
এই ফোনটি কোম্পানির আগের ফোন Mi A2 র পরের জেনারেশানের ফোন ফোনে আপনারা একটি 6.08 ইঞ্চির HD+ ডট নচ স্ক্রিন পাবেন। আর এই ফনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনটিতে আপনারা মেন ক্যামেরাতে 48MP র সেন্সার পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে 8MP+2MP র ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আপনারা পাবেন একটি 32MP র মেন ক্যামেরা।
এই ভিভোফোনটি আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 য়ের সঙ্গে পাবেন। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 616 GPU । আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 পাবেন। ফোনে আছে 6.53 ইঞ্চির ফুল HD ডিসপ্লে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।
এই ফোনটির দাম 16,999 টাকা আর এই ফনের এই দাম 6Gb র্যাম আর 64GB র। ফোনটিতে আপনারা 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের দাম 18,990 টাকা রাখা হেয়ছে। আর এই ফোনে আপনারা মেন ক্যামেরাতে একটি 48MP র ক্যামেরা পাবেন। আর এই ফনে আছে 4,500 mAh য়ের ব্যাটারি।
এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ ডট নচ পাবেন। আর এই ফোনে আপনারা 2.5D কার্ভড গ্লাস পাবেন ফোনের ব্যাক প্যানেলে আ[নারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে 48MP র মেন ক্যামেরা। আর ফোনে আছে একটি 5Mp র ক্যামেরা। ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।