OnePlus কোম্পানির তরফে ভারতে শীঘ্রই একটি নতুন ফোন লঞ্চ করতে চলা হচ্ছে। এপ্রিল মাসে এই কোম্পানির তরফে যে ফোন লঞ্চ করা হবে সেটার নাম হল OnePlus Nord CE 3 Lite। এটি 4 এপ্রিল লঞ্চ হবে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি এই ফোনে কী কী ফিচার থাকবে, তবে একাধিক লিক থেকে নানা তথ্য উঠে এসেছে। সেটার ভিত্তিতেই দেখে নিন এই ফোনকে কোন অন্য ফোনগুলো কড়া টক্কর দেবে। সেক্ষেত্রে তালিকায় থাকবে IQOO Neo 7 এবং Redmi Note 12 Pro Plus। এই তিন ফোনের তুলনা দেখুন। জানুন ফিচারের নিরিখে সেরা কে।
OnePlus Nord CE 3 Lite হল এই কোম্পানির প্রথম ফোন যা লাইম রঙে লঞ্চ করতে চলেছে। এছাড়া এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে 2 টো বড় ক্যামেরা রিংয়ের মধ্যে। অন্যদিকে IQOO Neo 7 ফোনটিতে আছে প্লাস্টিক ব্যাক প্যানেল। আর সামনে আছে গ্লাস কভার। এটির ওজন 193 গ্রাম। এখানে একটু চৌকো ক্যামেরা মডিউল আছে। পাঞ্চ হোল ডিজাইন আছে এই ফোনের ডিসপ্লেতে। Redmi Note 12 Pro ফোনটিতে আছে ফ্ল্যাট ব্যাক ক্যামেরা মডিউল। এটা ফোনটির উপরের বাঁদিকে আছে। এই ফোনের ডিজাইনেও আছে পাঞ্চ হোল কাটআউট। এটি 8.9 mm চওড়া। 208.4 গ্রাম হল এই ফোনের ফোন। গোরিলা গ্লাস 5 -এর প্রোটেকশন আছে এই ফোনে। আর্কটিক হোয়াইট, আইসবার্গ ব্লু এবং অবসিডিয়ান ব্ল্যাক, এই তিন রঙে এটি উপলব্ধ আছে।
OnePlus Nord CE 3 Lite ফোনটিতে একটি বড় ডিসপ্লে থাকবে বলেই মনে করা হচ্ছে। এখানে 6.7 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে থাকবে যেখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট। অন্যদিকে IQOO Neo 7 ফোনটিতে থাকবে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন। এখানেও 120 HZ রিফ্রেশ রেট মিলবে সঙ্গে HDR 10+ সাপোর্ট থাকবে।
Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলবে OnePlus Nord CE 3 Lite। 20,000 টাকার রেঞ্জের মধ্যে যে ফোনগুলো থাকে মূলত সেখানেই এই প্রসেসর দেখা যায়। এখানে থাকবে অ্যান্ড্রয়েড 13 -এর সুবিধাও। Geekbench থেকে এমনটাই জানা গিয়েছে। সঙ্গে 8 GB RAM মিলতে পারে। IQOO Neo 7 ফোনটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর আছে সঙ্গে 12 GB RAM। এখানে 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট আছে এই ফোনে।
OnePlus Nord CE 3 Lite ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এখানে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ আরও দুটি ক্যামেরা থাকবে। অন্যদিকে IQOO Neo 7 ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। Redmi Note 12 Pro Plus ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
IQOO Neo 7 এবং Redmi Note 12 Pro Plus ফোন দুটিতে আছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি। অন্যদিকে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে।