সারাদিনের ব্যস্ত শিডিউল নিয়ে বেরোচ্ছেন, কিন্তু এদিকে ভাবছেন যদি অর্ধেক দিনের পরেই ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে? সঙ্গে পাওয়ার ব্যাংক রাখা মানে অতিরিক্ত ঝামেলা, অতিরিক্ত বোঝা। এবার কাজের মাঝে চার্জ দেওয়াও এক বিড়ম্বনা! ফলে এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এমন ফোন চাইছেন যেখানে লম্বা ব্যাটারি লাইফ থাকবে আর সহজেই চার্জ হবে তাহলে দেখুন এই ফোনগুলো। দ্রুত চার্জ হবে এবং লম্বা ব্যাটারি লাইফ আছে এমন ফোনের তালিকায় থাকবে Redmi Note 12 Pro Plus। একই সঙ্গে এই তালিকায় রাখুন Samsung Galaxy S22 Ultra, iPhone 14 Pro Max।
এই ফোনে থাকবে 4980 mAh ব্যাটারি। Redmi -এর তরফে জানানো হয়েছে একবার চার্জ দিলে সারাদিনের ব্যাটারি লাইফ মিলবে এই ফোনে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা। ফলে মাত্র 30 মিনিটেই 100% চার্জ হয়ে যাবে এই ফোন। গ্রাহকরা যাঁরা এই ফোন কিনতে চান তাঁরা এটিকে Flipkart থেকে 29,999 টাকায় কিনতে পারবেন। এটি একটি মিড রেঞ্জের ফোন।
এই ফোনে আছে 4500mAh ব্যাটারি। সঙ্গে মিলবে 80W ফাস্ট চার্জার। এই ফোনের ব্যাটারিও একবার চার্জ দিলে সারাদিন পর্যন্ত চলতে পারে। 10% থেকে 100% চার্জ হতে এই ফোন মাত্র 30 মিনিট সময় নেয়। Amazon থেকে গ্রাহকরা এই ফোনটিকে মাত্র 49,990 টাকায় কিনতে পারবেন। এছাড়া এটার সঙ্গে নানা ব্যাংক অফার, ইত্যাদিও পেয়ে যাবেন।
67W সুপার VOOC চার্জার সহ এই ফোনে মিলবে 5000mAh ব্যাটারি। এই ফোনটি মাত্র 50 মিনিটে 10% থেকে 100% চার্জ তুলে নিতে পারবে। Flipkart থেকে গ্রাহকরা এই ফোনটি 24,999 টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফার, ব্যাংক অফার উপলব্ধ আছে এই ফোনের উপর
এই ফোনে মিলবে 5000mAh ব্যাটারি। ফলে এই ফোনটিকে একবার চার্জ দিলে সেটা সারাদিন ধরে ব্যাটারি ব্যাকআপ দেবে। তবে এই ফোনের সঙ্গে কোনও চার্জার মিলবে না। এখানে 45W ওয়্যার এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। গ্রাহকরা এই ফোনের 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটি মাত্র 91,040 টাকায় পেয়ে যাবেন Amazon এ।
এখানে আছে 4323 mAh ব্যাটারি। এই ব্যাটারিতে গ্রাহকরা দেড় দিনের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। 30W অ্যাপেল চার্জার দিয়ে এই ফোনটিকে দ্রুত চার্জ দেওয়া যাবে। তবে আপনি এখানেও চার্জার পাবেন ফোনের বক্সে। আলাদা কিনতে হবে। 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটি গ্রাহকরা এখানে 1,32,999 টাকায় কিনতে পারবেন Amazon থেকে।