2021 সালের দ্বিতীয়ার্ধে, রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) দুটিই টেলিকম কোম্পানি দেশে 5G নেটওয়ার্ক রোলআউট করার পরিকল্পনা করছে। Realme, Xiaomi, Oppo সহ আরও অনেক সংস্থা ইতোমধ্যে দেশে কম দামে 5G স্মার্টফোন লঞ্চ করা শুরু করে দিয়েছে। এর আগে শুধু হাই-এন্ড স্মার্টফোনেই 5G কানেক্টিভিটি দেওয়া হত। তবে Xiaomi, Motorola এবং Realme সংস্থা এখন 15 হাজার টাকা থেকে শুরু করে 25 হাজারের মধ্যে 5G স্মার্টফন বাজারে নিয়ে এসছে। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় স্মার্টফোন বাজারে পাওয়া কিছু সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন সম্পর্কে…
ওপ্পো-র এই ফোনে একটি হোল-পাঞ্চ কাটআউট সহ 6.4-ইঞ্চি ফুলএইচডি + সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনশন 800U চিপসেট রয়েছে। ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল মোনো সেন্সর রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য, একটি 4300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 50W চার্জিং সপোর্ট করে।
ভারতে Xiaomi Mi 10i ফোনের দাম 21,999 টাকা। Mi 10i গত বছর চিনে লঞ্চ হওয়া রেডমি নোট 10 প্রো 5G স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়্যান্ট। এই ফোনে 8GB RAM, 128GB স্টোরেজ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর রয়েছে। ফোনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফোনে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন এবং 5000mAh ব্যাটারি দেওয়া।
মোটোরোলা ভারতে Moto G 5G স্মার্টফোন 20,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ।ফোনের ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Moto G 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 48 মেগাপিক্সেল প্রাইমারী, 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত। Moto G 5G-তে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Moto G 5G স্মার্টফোনে শক্তিশালী 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme X7 স্মার্টফোন 20 হাজার টাকার কম দামে আসে এবং 5G কানেক্টিভিটি অফার করে। ফোনে 6.4 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন, মিডিয়াটেক ডাইমেনশন 800U চিবসেচ রয়েছে। স্মার্টফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। র্যাম এবং স্টোরেজের জন্য 8 জিবি এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। তবে ফোনে এক্সপেন্ডেবল স্টোরেজ সপোর্ট দেওয়া নেই। ফোনে পাওয়ার দেওয়ার 4300mAh রয়েছে।
রিয়েলমি নারজো 30 প্রো ভারতে বর্তমানে পাওয়া সবচেয়ে সস্তা দামের 5G স্মার্টফোন। ফোনের দাম 16,999 টাকা এবং এই হ্যান্ডসেটে ডাইমেন্সিটি 800U চিপসেট, 6GB RAM, 64 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। ফোনে 48 মেগাপিক্সেল প্রাথমিক, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2 মেগাপিক্সেল মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি ফুলএইচডি + আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে।