DSLR ক্যামেরা আলাদা আজকাল আর তেমন কেউ কেনেন না। সবাই বরং মোবাইল ফটোগ্রাফিতে অভ্যস্থ হয়ে গেছেন। হাতে থাকা মুঠোফোন দিয়েই নানা মুহূর্ত বন্দি করে রাখছেন সে বেড়াতে যাওয়ার ফটো হোক বা কোনও অনুষ্ঠান, কিংবা অন্য কিছুর।
মোবাইল দিয়ে ভাল ছবি তুলতে গেলে চাই ভাল মানের ক্যামেরা। আপনিও যদি এমনই ভাল ক্যামেরা ফোন চেয়ে থাকেন তাহলে দেখুন কোন 5 ফোন আপনার পছন্দের তালিকায় থাকা উচিত তাও 30,000 টাকার মধ্যে।
এই ফোনে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.43 ইঞ্চি একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর সহ একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর।
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা আছে এখানে। এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল 28,999 টাকায় বিক্রি হচ্ছে।
এই ফোন পরিচালিত হয় MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে। এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর সহ একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর।
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা আছে এখানে। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তায় Motorola Edge 30 কেনার সুযোগ, অফার শেষ হওয়ার আগেই দেখে নিন
এই ফোনটি এখন Flipkart থেকে 28,999 টাকায় কেনা যাচ্ছে। 6.14 ইঞ্চির Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। দুটো ক্যামেরাতে আছে 12 মেগাপিক্সেলের সেন্সর।
ম্যাজিক ইরেজার ফিচার আছে এখানে। সঙ্গে ঝাপসা মুখকে স্পষ্ট করা যায় এই ফোনের ক্যামেরা দিয়ে।
এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোন Flipkart -এ 28,999 টাকায় কেনা যাবে। এখানে আছে Qualcomm Snapdragon 778+ প্রসেসর। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর। এখানে নাইট মোড আছে সঙ্গে সিন ডিটেকশনের সুবিধা আছে।
এই ফোনের দাম 29,999 টাকা। এখানে MediaTek Dimensity 8020 প্রসেসর আছে 8 GB RAM সহ। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে এখানে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।