Tecno -এর তরফে একটি নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 12,000 থেকে 15,000 টাকার মধ্যে। এখানে একাধিক দুর্দান্ত ফিচার আছে। এটাই প্রথম ফোন যেখানে গ্লাস ব্যাক প্যানেল থাকবে। বাজারে এই ফোনকে টক্কর দেবে Redmi 11 Prime এবং Realme 10। দেখুন ফিচারের নিরিখে সেরা কে।
Tecno Spark 10 Pro -তে আছে গ্লাস বডি। এখানে আছে তিনটি রঙের অপশন- স্টারি ব্ল্যাক, পার্ল হোয়াইট, এবং লুনার এক্লিপস। এই ফোনের রিয়ার প্যানেলে আছে একটি বড় ক্যামেরা মডিউল। এক ঝলক দেখলে অনেক iPhone -এর নয়া মডেলগুলোর কথা মনে হবে। এটির ওজন 208 গ্রাম। Redmi 11 Prime ফোনে একটি ফ্ল্যাট ডিজাইন আছে। এখানে উপলব্ধ আছে প্লাস্টিক প্যানেল এবং ফ্রেম। এই ফোনের ডানদিকে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই ফোনে আছে একটি চৌকো ক্যামেরা মডিউল সেখানে দুটো বড় ক্যামেরা রিং আছে। এখানে আছে তিনটি রঙের অপশন, মেডো গ্রিন, থান্ডার ব্ল্যাক এবং ক্রোম সিলভার। Realme 10 ফোনটিতে আছে আধুনিক ডিজাইন। এখানে আছে প্লাস্টিক এবং ডুয়াল টোনের ব্যাক প্যানেল। এখানে আছে দুটো বড় ক্যামেরা রিং। সাদা এবং কালো রঙে উপলব্ধ আছে এই phonrin এটির ওজন 178 গ্রাম।
Tecno Spark 10 Pro ফোনটিতে আছে 6.8 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এখানে আছে 1080X2460 পিক্সেলের রেজোলিউশন। 90 HZ রিফ্রেশ রেট মিলবে। Redmi 11 Prime ফোনে আছে 6.58 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এখানে 1080X2408 পিক্সেলের রেজোলিউশন আছে। কর্নিং গোরিলা গ্লাস 3 -এর সুবিধা সহ 90 Hz রিফ্রেশ রেট মিলবে এখানে। Realme 10 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে। এখানে আছে 90 Hz রিফ্রেশ রেট এবং 1080X2400 পিক্সেলের রেজোলিউশন। গোরিলা গ্লাস 5 -এর প্রোটেকশন আছে এখানে।
Tecno Spark 10 Pro ফোনটি চলে MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলে Redmi 11 Prime। এই ফোনে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 12- এর সাহায্যে চলে এটি। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। Realme 10 ফোনে আছে MediaTek Helio G99 প্রসেসর। এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। এখানে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।
Tecno Spark 10 Pro ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। Redmi 11 Prime ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেন্সর। 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
Tecno Spark 10 Pro ফোনটি ভারতে 12,499 টাকায় লঞ্চ করেছে। তবে এটির দাম পরে বাড়বে। এটি Tecno -এর সাইট এবং অন্যান্য E-commerce সাইট থেকে কেনা যাবে। Redmi 11 Prime ফোনটি Flipkart থেকে 13,732 টাকায় কেনা যাবে। অন্যদিকে Realme 10 Pro ফোনটির দাম Flipkart -এ শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।