ভারতে সদ্য লঞ্চ হওয়া Relame 3, Redmi Note 7 আর Samsung Galaxy M10 কোন ফোনটি কেমন

ভারতে সদ্য লঞ্চ হওয়া Relame 3, Redmi Note 7 আর Samsung Galaxy M10 কোন ফোনটি কেমন
HIGHLIGHTS

আজকে আমরা Realme 3, Redmi Note 7 আর Samsung Galaxy M10 ফোনের স্পেসিফিকেশানের তুলনা করে দেখব

হাইলাইট

  • Relame 3 ফোনটি 12 মার্চ প্রথম সেলে আসবে
  • Redmi Note 7 ফোনের প্রথম সেল আজকে ছিল
  • Samsung Galaxy M10 ফোনটি অ্যামাজনে ওপেন সেলে কেনা যাচ্ছে

 

সম্প্রতি ভারতে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে আর এই ফোন গুলির মধ্যে Relame 3, Samsung Galaxy M10 আর Xiaomi Redmi Note 7 অন গুলি অন্যতম, আর আজকে আমরা এই ফোন গুলির তুলনা করে দেখব।

ডিসপ্লে

Relame 3 ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 1520×720 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর Redmi Note 7 ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা FHD+ রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর সেখানবে Samsung Galaxy M10 ফোনটিতে আপনারা 6.22 ইঞ্চির HD+ রেজিলিউশান আছে।

 

প্রসেসার

Relame 3 ফোনটিতে আপনারা মিডিয়াটেক হেলিও P70 অক্টা কোড় SoC আপবেন আর এই ফোনে 3GB/4GB র‍্যামের সঙ্গে 32GB/64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর Redi Note 7 ফোনটিতে আপনারা একই র‍্যাম আর স্টোরেজ পাবেন, আর এই রেডমি ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর সেখানে Samsung Galaxy M10 ফোনটিতে এক্সিয়ন্স 7870 SoC আছে আর এই ফোনে 2GB/3Gb র‍্যাম আর 16GB/32GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

এই তিনটি স্মার্টফোনের ক্যামেরার কথা যদি বলি তবে তিনটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Realme 3 ফোনটিউএ 13MP আর 2MP র ক্যামেরা আছে আর সেখানে এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর Redmi Note 7 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাতে আপনারা 12MP+2Mp ক্যামেরা পাবেন আর সেখানে এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা পাবেন। আর Samsung Galaxy M10 ফোনে আপনারা ব্যাকে একটি 13MP র ক্যামেয়া আর অন্যটি 5MP র ক্যামেরা পাবেন আর এই ফোনের ফ্রন্টে একটি 5MP র সেন্সার দেওয়া হয়েছে।

ব্যাটারি

Relame 3 ফোনটিতে 4,230mAh য়ের ব্যাটারি আছে আর Redmi Note 7 ফোনে একটি 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর সেখানে Samsung Galaxy M10 ফোনটিতে আপনারা 3,400mAh য়ের ব্যাটারি পাবেন।

দাম

Relame 3 ফোনটি 8,999 টাকার প্রাথমি দামে প্রথমবার 12মার্চ দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর রিয়েলমির অনলাইন স্টোর থেকে কেনা যাবে। আর Redmi Note 7 ফোনটি 9,999 টাকার প্রাথমি দামে আজেক প্রথম ফ্ল্যাশ সেলে কেনা গেছে। আর Samsung Galaxy M10 ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে ওপেন সেলে কেনা যাবে এর এর প্রাথমি দাম 7,990 টাকা।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo