ভারতে একাধিক দামের মধ্যে একাধিক ফোন পাওয়া যায়। তবে অনেকেই আমাদের কম দামের মধ্যে দারুন কিছু স্মার্টফোনের কথা জিজ্ঞেস করেন। এঁদের মধ্যে অনেকেই হয়ত প্রথমবার স্মার্টফোন কিনতে চান আর তারা অনেক সময়েই হাজার দশেকের মধ্যে বেশ কিছু ভাল স্মার্টফোনের খবর জানতে চান।
আর আজকে আমরা এখানে আমরা সেই রকম কিছু স্মার্টফোনের কথা বলব। এই তালিকায় স্যামসাং থেকে রিয়েলমির মতন একাধিক দারুন ব্র্যান্ডের স্মার্টফোনও নিজের জায়গা করে নিয়েছে।
এটি কোম্পানির একটি লেটেস্ট স্মার্টফোন আর এই ফোনের 3GB/32GB র দাম 9,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন। আর এটি একটি সস্তার কোয়াড ক্যামেরা যুক্ত ফোন। এই ফোনে 12MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP র একটি ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 13MPর একটি ক্যামেরা ফ্রন্টে পাবেন
গ্যালাক্সির এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনে একটি 13MP র সেন্সার আর একটি 2MP র সেন্সার আছে। সেলফির জন্য এই ফোনে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে এক্ত্যি 4000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটিতে আপনারা 32GB স্টোরেজের সঙ্গে 2GB আর3GB র্যামের অপশান পাবেন। আর এই ফোনের দাম যথাক্রমে 9,499 টাকা আর 10,499 টাকা
এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর ফোনে এর সঙ্গে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 3GB /32GB র দাম 10,999 টাকায় পাবেন। আর ফোনটি হাজার টাকা দাম কমার পরে এবার 9,999 টাকায় কেনা যাবে। ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে।
এই স্মার্টফোনটিতে আপনারা একটি 6.22 ইঞ্চির HD+ হ্যালো ফুল ভিউ ডিসপ্লে পাবেন। আর এছাড়া এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P22 প্রসেসার পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 2GB র্যাম আর 32GB স্টোরেজ। ফোনে আপনারা 13+2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।
শাওমির এই ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 439 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এই ফোনটি ভারতে 5,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের 2GB র্যাম আর 16GB স্টোরেজের দাম। আর এই ফোনটিতে আপনারা 2GB/32GB ভেরিয়েন্ট আপনারা 6,199 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি 5.45 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।
এই ফোনে আপনারা 2GB র্যামের সঙ্গে 16GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের দাম 5,999 টাকা। ফোনের 3GB/32GB ভেরিয়েন্টের দাম 6,499 টাকা। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 13MP র ক্যামেরা পাবেন। আর এর সগে আছে ফ্রন্টে এতকি 8MP র ক্যামেরা। ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।