কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন সম্প্রতি তাদের স্ন্যাপড্র্যাগন 855 প্লাস এনেছে। আর অনেক স্মার্টফোন কোম্পানি তাদের ফোনে এটি দিচ্ছে। আর এটি একটি হাই এন্ড প্রসেসার আর এরে আপনারা ভাল স্পিড পাবেন। আর আজকে আমরা এখানে সেই সব ফোনের বিষয়ে বলব যে ফোন গুলি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে এসেছে আর এর সঙ্গে এমন কিছু ফোনের বিষয়েও বলব যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে।
Asus Rog Phone 2 ভারতে সবে এসেছে, এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস পাবেন। আর এই ফোনে আছে আসুসের সেকেন্ড জেনারেশানের দারুন গেমিং ফোন। ফোনটি AMOLED ডিসপ্লের ফোন। ফোনে আপনারা একটি 6000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ফোনটিতে আপনারা সেকেন্ড জেশানের একটি Black Shark 2 ফোন হিসাবে পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস চিপসেট পাবেন। ফোনটিতে আছে UFS 3.0 স্টোরেজ।
এই ফোনে আপনারা একটি 5G এডিশান পাবেন আর এই ফোনটি 5G র স্নেগ 4G আকেন কশানেও এসেছে। ফোনটি আপনারা পার্থক্য শুধু কানেক্টিভিটির ক্ষেত্রেই পাবেন। আর এই ফনে আপনারা বাকি স্পেক্স একই রকমের পাবেন।
আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 4500mAh য়ের ব্যাটারি পাবেন যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনে আপনারা 6.41 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর অবশ্যই এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+।
এই ফোনে আপনারা পাবেন একটি 6.39 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও 92.6%। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস ব্যাবহার করা হয়েছে।
আর ছবি তোলার জন্য এই ফোনে আপনারা দুটি রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে আছে একটি 24MP র সেন্সার। ফোনটিতে আপনারা ফ্রন্টেও দুটি ক্যামেরা পাবেন। মানে ফোনে মোট চারটি ক্যামেরা পাওয়া যাবে।
ওপ্পো Reno 10X zoom edition ফোনটিতে আপনারা 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান পাবেন। আফ এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। ফোনটিতে আপনারা 6GB128Gb আর 8GB/256GB ভেরিয়েন্টে পাবেন।
এই নুবিয়া ফোনটিতে আপনারা একটি 6.55 ইঞ্চির FHD+ HDR AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 5000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যান 855 প্রসেসার।
ফোনে আপনারা 30W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা ক্যামেরাতে একটি মেন 48MP র ক্যামেরা পাবেন। ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।
আপনারা এই স্যামসাং ফোনটিতে একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে 12+12+16 মেগাপিক্সালের ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা ফ্রন্টে দুটি 12+12 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। ফোনটিরতে 4100mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে 9W রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচারও আছে।