ভারতে এই বছরের প্রথম কোয়াটারে অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে আর এর মধ্যে কিছু স্মার্টফোন যেমন বেশ দামি তেমনি কিছু কম দামের দারুন ফোনও লঞ্চ হ্য৩এছে। আর আজকে আমরা এখানে সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যা 10,000 টাকার মধ্যে পাওয়া যায়।
Redmi Note 7 ফোনটি ভারতে গ্লাস ব্যাক, ওয়াটার ড্রপ নচ আর ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আর রেয়ারে 2.5D গ্লাসের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনে 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই ফোনটি একটি ফুল HD+ রেজিলিউশানের ফোন, এই ফোনে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে আর এটি 14nm প্রসেসারে Kryo 260 কোর্সের সঙ্গে এসেছে আর এই ডিভাইসে অ্যাড্রিনো 512GPU আছে।
ক্যামেরার ক্ষেত্রে এই Redmi Note 7 ফোনে আপনারা ডুয়াল ক্যামেরাতে 12+2 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর তা AI ক্যামেরা হবে আর এই ফোনের ফন্রটে AI 13MP ক্যামেরা পাবেন। আর এই ফোনে 400mAH য়ের ব্যাটাই আছে আর যা কুইক চার্জ 4(18W) সাপোর্ট করে। আর এই স্মার্টফোনে টাইপ Cপোর্ট আছে আর 3.5 mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে। আর এই ফোনটির প্রাথমিক দাম 3GB/32GB ভেরিয়েন্টে 9,999 টাকা।
Samsung Galaxy M10 ফোনটিতে 6.22 ইঞ্চির ইনফিনিটি V TFT HD+ স্ক্রিন আছে আর এই ফোনে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। এই ফোনে Exynos 7870 SoC আছে আর এই ফোনে আপনারা 2GB/3GB র্যাম আর 16GB/32Gb স্টোরেজ পাবেন। এই ফোনে ডুয়াল ক্যামেরাতে 13MP+5MP ক্যামেরা আছে আর ফ্রন্টে একটি 5MPর সেন্সার আছে। আর এই ফোনটিতে 3,400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
এই স্যামসাং ফোনটি 2GB/26GB র দাম 7,990 টাকা আর এর 3GB/32Gb র দাম 8,990 টাকা।
Samsung Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+LCD ইনফনিটি V ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7904 পাবেন আর ফোনে 3GB আর4Gb র্যাম অপশান আছে। আর এই ফোনের এই র্যামের স্টোরেজ যথাক্রমে 32GB/64GB। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Gaalaxy M20 ফোনে 13+5MP ডুয়াল ক্যামেরার সঙ্গে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের 3GB/32GB ভেরিয়েন্টের দাম 10,990 টাকা আর এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 12,990 টাকা।
ডুয়াল সিম যুক্ত Relame 3 ফোনটি ভারতে অ্যান্ড্রয়েড পাইতে লঞ্চ করা হয়েছে আর এর ডিসপ্লে 6.2 ইঞ্চি আর রেজিলিউশান 720×1520 পিক্সাল। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান আছে। আর ফি ফোনে মিডিয়াটেক হেলিও P 70 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3GB আর 4GB র্যাম আছে।
Realme 3 ফোনটতে ডুয়াল ক্যামেরা সেটআপে 13MP+2MP ক্যামেরা আছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে। আর এই ফোনটি32GB/64GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে 256GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করা যায়।
আর এই Relame 3 ফোনটির প্রাথমিক দাম 8,999 টাকা আর এটি এর 3GB/32Gb র দাম আর এই ফোনের 4GB/64GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
Nokia 5.1 Plus ফোনটি 5.86 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 84 শতাংশ আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট আছে আর ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13+5 মেগাপিক্সালের ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে আর ফোনে একটি 3060mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটির দাম 3GB/32GB তে 8,999 টাকা।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।