ভারতের কিছু 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোন যার দাম Rs. 15,000’র মধ্যে

Updated on 16-Oct-2017
HIGHLIGHTS

আপনার কাছেও যদি স্টোরেজই স্মার্টফোনের প্রধান দরকারি জিনিস হয় তবে এখানে এমন কিছু স্মার্টফোনের সন্ধান থাকল যা 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর যার দাম Rs. 15,000’র মধ্যে

এখনকার সমস্ত বাজেট স্মার্টফোনে আপনি 13MP’র ক্যামেরা পাবেন আর কোন কোন ফোনে তো তার থেকেও বেশি মেগাপিক্সালের ক্যামেরা পাওয়া যায়। আর তাই এখন বাজেট স্মার্টফোন গুলি থেকেও অনেক ভাল ভাল ছবি তোলা যায়। আর এর ফলে ছবিও অনেক বেশি ভারি হয়ে যায়। আর তাই এই সব ছবি গুলি স্টোর করতে অনেক বেশি জায়গা লাগে। আর অনেক সময় নতুন কোন ছবি স্টোর করার জন্য আমাদের আগের অনেক ছবি ডিলিট করে দিতে হয়। আর শুধু ছবি তোলার জন্য যে ফোনের ডাটা বেশি খরচ হয় তা নয়। তবে এর জন্য ফোনের অনেক বেশি জায়গা লাগে। আর অনেক সময় স্টোরেজ বাচাবার জন্য আমাদের অনেক অ্যাপও ডিলিট করে দিতে হয়। আপনিও যদিও ফোনের স্টোরেজের এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তবে আমরা আজ আপনাদের এখানে এমন কিছু ফোনের কথা বলব যার দাম শুধু  Rs 15,000 আর যার স্টোরেজ 64GB।

Xiaomi Redmi Note 4

Xiaomi Redmi Note 4 ফোনটি তে কোম্পানি 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। Xiaomi Redmi Note 4 এ 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 1080 x 1920 পিক্সাল রেজিলিউশান যুক্ত। ফোনটিকে শক্তিশালী করার জন্য এই ফোনে 4100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 13MP রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। এই ফোনে হাইব্রিড সিম স্লট আছে। এটি অ্যান্ড্রয়েড v6.0 তে কাজ করে আর এতে 2GHz অক্টা কোর প্রসেসার আছে।

Vivo V5s

Vivo V5s ফোনটিতে কোম্পানি 64GB’র ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব। এটি একটি হাইব্রিড সিম স্লট যুক্ত ফোন। এই ফোনে 3G, ওয়াই –ফাই সাপোর্টের সঙ্গে 4G VoLTE’র সাপোর্টও পাওয়া যায়। এটি 1.5GHz অক্টা কোর প্রসেসার যুক্ত। Vivo V5s ফোনটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1280 x 720 পিক্সালের। এই ফোনটি অ্যান্ড্রয়েড v6.0 তে কাজ করে। এই ফোনটিকে শক্তিশালী করার জন্য এতে 3000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর সেলফি নেওয়ার জন্য কোম্পানি এতে 20MP’র ফ্রন্ট ক্যামেরাও দিয়েছে। 

Xiaomi Redmi 4

Xiaomi Redmi 4 ভারতীয় বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনের সব থেকে শক্তিশালী ভেরিয়েন্টটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 4100 mAh এর। এই ফোনটিতে 1.4 GHz অক্টা-কোর প্রসেসার আছে। এই ফোনের ডিসপ্লে 5-ইঞ্চির যার রেজিলিউশান 720 x 1280 পিক্সাল। এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এটি একটি 4G VoLTE ফোন। Xiaomi Redmi 4 অ্যান্ড্রয়েড 6.0.1 এ চলে। এই ফোনের ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া জক। এই ফোনে 13 MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Coolpad Cool Play 6

Coolpad Cool Play 6 ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 6GB র‍্যাম আর  4060 mAh এর ব্যাটারি আছে।এই ফোনটি 1.95GHz অক্টা কোর প্রসেসার যুক্ত।এই ফোনের ডিসপ্লে 5.5-ইঞ্চির. যা1080 x 1920 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই ফোনটিতে 4G VoLTE ফিচার দেওয়া হয়েছে। এটি 4G VoLTE ফিচার যুক্ত ফোন। এই ফোনে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এতে 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। 

Gionee A1

Gionee A1 ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি 4GB র‍্যাম যুক্ত আর এর সঙ্গে এতে 2GHz অক্টা কোর প্রসেসার আছে। এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল। এটি অ্যান্ড্রয়েড 7.0 তে কাজ করে। এতে 4010 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 13MP’র রেয়ার আর 16MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোন। 

Asus Zenfone 2 ZE551ML
 
Asus Zenfone 2 ZE551ML স্মার্টফোনটিতে আপনি 64GB’র ইন্টারনাল স্টোরেজও পাবে। Asus Zenfone 2 ZE551ML 2.3 GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত। Asus Zenfone 2 ZE551ML ফোনটিতে 5.5-ইঞ্চির 1080 x 1920 পিক্সাল ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড v5.0 তে কাজ করে। এই স্মার্টফোনটি 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। 

Motorola Moto M
 

Motorola Moto M ফোনে ইউজার্সরা 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 4GB র‍্যাম পাচ্ছে।. মাইক্রোএসডি কার্ড দিয়ে যা 128GB পর্যন্ত বাড়ানো যায়।.এটি একটি  4G VoLTE ফোন।এর ব্যাটারি 3050 mAh । এই ফোনের রেয়ার ক্যামের 16MP আর 8MP ফ্রন্ট ক্যামেরা। 

Lenovo K8 Note
 

Lenovo K8 Note ফোনে কোম্পানি 64GB’র ইন্টারনাল স্টোরেজ দিয়েছে যার র‍্যাম 4GB আর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফোনটি  3G সাপোর্ট করে আর এর সঙ্গে এটি 4G আর ওয়াই-ফাইও সাপোর্ট করে। কোম্পানি Lenovo K8 Note ফোনে একটি 4000 mAh এর ব্যাটারি দিয়েছে। এই ফোনটি 2.3GHz ডেকা-কোর প্রসেসার যুক্ত। এর সঙ্গে এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল। এই ফোনটি অ্যান্ড্রয়েড v7.1.1 তে কাজ করে। এই স্মার্টফোনটিতে 13 MP’র ডুয়াল ক্যামেরা আছে আর এর সঙ্গে এই ফোনে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। 

Xiaomi Mi Max 2

এই ফোনটিতে ইউজাররা 64GB স্টোরেজের সঙ্গে 4GB’র র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটি 12MP রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এই ফোনটিতে 5300mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 

Asus Zenfone 4 Selfie (Dual Camera)

এই ফোনটিতে ইউজাররা 4GB র‍্যামের সঙ্গে 64GB’র ইন্টারনাল স্টোরেজ পাবে। এটি 3000mAh এর ব্যাটারি যুক্ত। এতে 16MP’র রেয়ার ক্যামেরা আর 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। 

 

Lenovo Z2 Plus

এই ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 3500mAh এর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। এতে 5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 

Huawei Honor 6X (4GB RAM)

এই ফোনটি 3340mAh ব্যাটারি যুক্ত আর এতে 64GB স্টোরেজ আছে যা 4GB র‍্যাম যুক্ত। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। এতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে আর এটি 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। 

Gionee S6 Pro

এই ফোনটিতে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এতে আপনি 4GB র‍্যাম পাওয়া যাবে। এটি 3130 mAh ব্যাটারি যুক্ত। এতে অ্যান্ড্রয়েড মার্শমেলো আছে।

Xiaomi Mi A1

Xiaomi Mi A1 ফোনটিতে 64GB’র ইনটারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। Xiaomi Mi A1 ফোনে 2GHz অক্টা-কোর কোয়াল্কম প্রসেসার স্ন্যাপড্র্যাগন 625 এর সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এটি 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত। এই ফোনটির সামনের দিকে একটি 5MP’র ক্যামেরা আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.2 তে কাজ করে। এই ফোনে শক্তিশালী 3080mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। Xiaomi Mi A1 ফোনে কোম্পানি 5.50- ইঞ্চির ডিসপ্লে দিয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল। এতে আপনি OTG সাপোর্টও পাবেন। এটি একটি 4G VoLTE ফোন।

Huawei Honor 8 Lite

এই ফোনে 64GB’র স্টোরেজ আছে। এটি 2.1GHz অক্টা-কোর প্রসেসারে কাজ করে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে। এতে 4GB র‍্যাম পাওয়া যাবে। এটি 3000mAh ব্যাটারি যুক্ত। 

Connect On :