10 হাজারের কমে ফোন কিনবেন? তবে 6000mAh ব্যাটারি এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ এই 5 ফোন আপনার জন্য

10 হাজারের কমে ফোন কিনবেন? তবে 6000mAh ব্যাটারি এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ এই 5 ফোন আপনার জন্য
HIGHLIGHTS

10 হাজার টাকারও কম বাজেটের Redmi 9 Prime, Realme Narzo 30a, Moto G10 Power, Redmi 9 Power, Realme C25 5টি সেরা ফোন

Realme Narzo 30A সংস্থার অন্যতম বেস্ট সেলিং লো-বাজেট স্মার্টফোন (Best Selling Smartphone 2021)

10,000 টাকারও কম বাজেটে Redmi 9 Power একটি ভাল বিকল্প হতে পারে আপনার জন্য

10 হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চাইছেন, তবে বুঝতে পারছেন না বাজেটে কোন ফোন ভাল হবে? ভারতীয় বাজারে এই দামের মধ্যে একগুচ্ছ স্মার্টফোন কেনার অপশন রয়ছে। এই দামের স্মার্টফোনগুলির চাহিদা ভারতে সবথেকে বেশি। তাই স্মার্টফোন সংস্থারা গ্রাহকদের দাহিদা মাথায় রেখে 10000 টাকার মধ্যে দুর্দান্ত কিছু স্মার্টফোন অফার করে, যার ফিচার কোন অংশেই দামি ফোন থেকে কম নয়।

এই সঙ্কটের সময়ে আপনি যদি ফোনে অতিরিক্ত টাকা খরচ করতে না চান তবে আপনার জন্য অনেক দুর্দান্ত বিকল্প বাজারে উপস্থিত রয়েছে। এই তালিকায় রয়েছে Xiaomi থেকে শুরু করে Realme, Oppo, Vivo, Samsung-সহ আরও বেশ কিছু স্মার্টফোন। আপনাদের জন্য রইল এই দামে সেরা স্মার্টফোনের তালিকা, যাদের দাম 10000 টাকারও কম। তালিকা দেখে নিজের জন্য সেরাটা বেছে কিনে ফেলুন।

Realme C25

দাম- 9,499 টাকা থেকে শুরু

Realme C25 ফোনে 10 হাজারেরও কম বাজেটে 6000mAh এর বড় ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও G70 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 13-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে একটি বিশাল 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Realme Narzo 30A

দাম- 7999 টাকা থেকে শুরু

এটি রিয়েলমি সংস্থার অন্যতম সেরা সেলিং লো-বাজেট স্মার্টফোন অর্থাৎ বেস্ট সেলিং লো-বাজেট ফোন (Best Selling Smartphone 2021)। ডিজাইন এবং লুক এই ফোনের বেশ ভাল। ফোনে একটি বিশাল 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের 3GB এবং 4GB দুটি RAM মডেল 10 হাজারেরও কম বাজেটে কেনা যাবে। কম দামের সত্ত্বেও, এতে 6000mAh এর বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ফোনে 13-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। এই ফোনের বিক্রি Flipkart থেকে করা হচ্ছে।

Moto G10 Power

দাম-  8999 টাকা থেকে শুরু

Moto G10 Power ফোনে 6000mAh এর ব্যাটারি পাওয়া যায়। এই ফোন অ্যান্ড্রয়েড স্টক ভার্সনে কাজ করে। ফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 48-মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন 460 প্রসেসর এবং অন্যান্য অনেকগুলি ফিচার রয়েছে। এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Redmi 9 Prime

দাম- 9,499 টাকা থেকে শুরু

Redmi 9 Prime ফোনে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। এই ফোনটি MIUI11 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 এর ভিত্তিতে কাজ করে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য সংস্থাটি এতে মাইক্রো এসডি সুবিধা সরবরাহ করেছে। Redmi 9 Prime ফোনে ৪টি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্য়ে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-লেন্স, 5-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স, এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ লেন্স পাবেন। এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ারের জন্য, এই ফোনে 10W ফাস্ট চার্জিং সপোর্ট সহ 5,020 mAh ব্যাটারি রয়েছে। এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Redmi 9 Power

দাম- 9,999 টাকা থেকে শুরু

10 হাজারেরও কম বাজেটে Redmi 9 Power একটি ভাল বিকল্প হতে পারে আপনার জন্য। ফোনে 6.53-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর সহ অনেকগুলি ফিচার রয়েছে। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo