Oppo কোম্পানির তরফে তাদের একটি Foldable ফোন সদ্যই দেশে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির নাম Oppo Find N2 Flip। এখানে আছে MediaTek Dimensity 9000+ প্রসেসর সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ভারতীয় বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে 89,999 টাকা। Samsung Galaxy Z Flip 4 ফোনটি এই ফোনের কড়া প্রতিযোগী। দুটোর দামও প্রায় এক। তাই প্রতিবেদন থেকে জেনে নিন দুটোর মধ্যে সেরা কে।
Samsung Galaxy Z Flip 4 ফোনটির দাম ভারতের বাজারে শুরু হচ্ছে 89,999 টাকা থেকে। এখানে মিলবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। আর টপ মডেলে মিলবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম 94,999 টাকা। গ্রাহকরা এই ফোনটি একাধিক রঙে কিনতে পারবেন। পার্পল, গ্রাফাইট, পিঙ্ক গোল্ড রঙে কেনা যাবে এই ফোন। অন্যদিকে Oppo Find N2 Flip ফোনটির দাম দেশের বাজারে রাখা হয়েছে 89,999 টাকা। এটি একটি ভ্যারিয়েন্টেই উপলব্ধ হয়েছে, সেখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটা মাত্র দুটো রঙে কিনতে পারবেন, অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং মুনলাইট পার্পল।
Samsung Galaxy Z Flip 4 ফোনটিতে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে। এখানে আছে 2X রেজোলিউশন অর্থাৎ 1080X2640 পিক্সেলের রেজোলিউশন মিলবে এখানে। সর্বোচ্চ 900 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। এটির সেকেন্ডারি ডিসপ্লেতে আছে 1.9 ইঞ্চির একটি স্ক্রিন। এই ফোনটিতে গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন দেওয়া আছে। Oppo Find N2 Flip ফোনে আছে 6.8 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট সহ 1080X2520 পিক্সেলের রেজোলিউশন এবং 1600 নিটসের ব্রাইটনেস। এখানে 240 Hz টাচ স্যাম্পলিং রেট আছে।
Samsung Galaxy Z Flip 4 ফোনটি পরিচালিত হয় Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আরও একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে ফ্রন্ট ক্যামেরায় আছে 10 মেগাপিক্সেলের সেন্সর। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। Oppo Find N2 Flip ফোনটির প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 9000 প্রসেসর। এখানেও আছে ডুয়াল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 3700 mAh ব্যাটারি আছে Samsung Galaxy Z Flip 4 ফোনটিতে। এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা পাওয়ার বাটনে রয়েছে, সঙ্গে আছে ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা। অন্যদিকে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4300 mAh ব্যাটারি আছে Oppo Find N2 Flip ফোনটিতে। এই ফোনে নিরাপত্তার জন্য আছে ফেস আনলক সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।