Samsung Galaxy S24 Ultra এর তুলনায় কতটা আলাদা হবে Samsung Galaxy S25 Ultra, জানুন লিক থেকে আসা তথ্য
Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন আগামী বছর জানুয়ারী মাসে লঞ্চ হতে পারে
কোম্পানি আগের মডেল Samsung Galaxy S24 Ultra এর তুলনায় অনেকটা আলাদা হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা সম্পর্কে অনলাইনে একাধিক লিক প্রকাশ হচ্ছে
Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন লঞ্চ হতে এখনও অনেকটা সময় রয়েছে। কোম্পানি তরফে এখন আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের কোনো লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি। তবে লঞ্চের আগেই অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোন সম্পর্কিত একাধিক লিক দেখা যাচ্ছে। কোম্পানি আগের মডেল Samsung Galaxy S24 Ultra এর তুলনায় অনেকটা আলাদা হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা। আসুন জেনে নেওয়া যাক ডিজাইন এর দিক থেকে দুটি ফোন কতটা আলাদা হবে।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা সম্পর্কে অনলাইনে একাধিক লিক প্রকাশ হচ্ছে। টিপস্টার এর তরফে ফোনের স্পেক্স এবং ডিজাইন সম্পর্কে জানানো হয়েছে। এই লিক থেকে জানা গেছে যে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে কী আলাদা থাকবে।
Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনের ডিজাইন কেমন হবে?
টিপস্টার Ice Universe এর তরফে X (টুইটার) সাইটে একটি পোস্ট করা হয়েছে, যা স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের মতো দেখতে লাগছে। তবে পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনও দেখা যাচ্ছে। এখানে এই দুটি ফোনের ডিজাইনের তুলনা করা হচ্ছে।
S24 Ultra vs S25 Ultra This is the most direct contrast. The S25U has removed the thick and heavy metal middle frame, which makes it look thinner and lighter. pic.twitter.com/t3G0xBdcVY
— ICE UNIVERSE (@UniverseIce) September 15, 2024
ডিজাইনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি আগের গ্যালাক্সি এস24 আল্ট্রা এর তুলনায় পাতলা এবং হালকা হবে। দুটি ফোনের তুলনা করল দেখা যাচ্ছে যে আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি ফ্ল্যাট এবং রাউন্ড বক্সি কর্নার সহ আসতে পারে। এছাড়া ফোনের ধারগুলি খুবই স্লিম দেখা যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন কী থাকবে
গ্যালাক্সি এস25 আল্ট্রা স্মার্টফোনে আপকামিং Snapdragon 8 Gen 4 প্রসেসর হতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি দ্রুত কাজ করবে। আপকামিং এস25 আল্ট্রা ফোনটি 6.8-ইঞ্চি সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে।
ডিজাইন এবং ডিসপ্লের পাশাপাশি নতুন ফোনে আপগ্রেডেড ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা আগামী বছর জানুয়ারী মাসে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: 12GB RAM এবং 32MP Sony সেলফি ক্যামেরা সহ নতুন Realme 5G ফোনে 3000 টাকার ছাড়, আজ আর্লী বর্ড সেল
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile