SAMSUG GALAXY A70 Vs SAMSUNG GALAXY A50 ফোনের পার্থক্য
এক দিকে স্যামসাংয়ের Galaxy A সিরিজে Galaxy 50 আর Galaxy A70 স্মার্টফোন লঞ্চ হয়েছে
আর এবার এই দুটি ফোনের মধ্যে পার্থক্য দেখতে হবে
আজকে আমরা এই দুই ফোনের পার্থক্য করে দেখব আসুন দেখা যাক কোন ফোনটি কেমন
কিছু দিন আগেই স্যামসাং তাদের Samsung Galaxy A80 ফোনটি লঞ্চ করেছে আর এর সঙ্গে কোম্পানি এই একই সিরিজের Galaxy a70 ফোন লঞ্চ করেছে। আর এই ফোনের একটি বড় ডিজাইনে লঞ্চ করা হতেচগে। আর এতে আপনারা ইনফিনিটি U ডিপ্লে পাবেন আর এছাড়া এতে একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এমনিতে A সিরিজের এই দুই ফোন দেখতে একই রকমের তবে এদের স্পেক্স আর ফিচারে কিছু হলেও পার্থক্য আছে। আসুন এবার সেই পার্থক্য গুলি দেখে নেওয়া যাক।
SAMSUNG GALAXY A70 VS SAMSAUNG GALAXY A50: ডিজাইন, ডিসপ্লে আর ফিচার্স
Samsung Galaxy A70 আর Samsung Galaxy A50 ফোন দুটি ডিজাইনের ক্ষেত্রে একই রকমের। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা 3D প্লাস্টিক ডিজাইন পাবেন আর এটি গ্রেডিয়েন্ট প্রিজম যুক্ত। আর এছাড়া এই ফোনে আপনারা ইনফিনিটি U ডিসপ্লে পাবেন। আর দুটি ফোনেই ব্ল্যাক , হোয়াইট আর ব্লু কালারে কেনা যাবে। আর এছাড়া আপনাদের বলে রাখি যে Galaxy A70 ফোনে আপনারা একটি কোরাল ভেরিয়েন্ট পাবেন।
স্যামসাং গ্যালাক্সি A70 ফোন আর স্যামসাং গ্যালাক্সি A50 ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর এছাড়া এই দুটি ফোনে আপনারা ফেস আনলক ফিচার পাবেন। আর এছাড়া এই দুই ফোনে আপনারা ডুয়াল সিম কার্ড সাপোর্ট পাবেন। আর এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে ফোনে 3mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে আর এই ফোনে Type C পোর্ট আছে।
Samsung Galaxy A70 ফোনে আপনারা Galaxy A50 ফোনের তুলনায় বড় ডিসপ্লে পাবেন, Samsung Galaxy A50 ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এছাড়া Samsung Galaxy A70 ফোনে আপনারা একটি 6.7 ইঞ্চির FHD+ স্ক্রিন পাবেন আর এটি একটি SUPER AMOLED স্ক্রিন।
SAMSUNG GALAXY A70 VS SAMSUG GALAXY A50ঃ প্রসেসার, র্যাম আর স্টোরেজ
Samsung Galaxy A70 ফোনে আপনারা একটি 11nm প্রসেসার পাবেন আর এটি অক্টা কোর 2.0GHZ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট যুক্ত। আর এই ফোনে আপনারা 6GB র্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের সঙ্গে এবার যদি আমরা Samsung Galaxy A50 ফোনের বিষয়ে বলি তবে এই ফোনে একটি 2.3GHz অক্টা কোর Exynos 9610 চিপসেট পাবেন আর এই প্রসেসার 10nm প্রসেসে তৈরি। আর এছাড়া এই ফোনে 6GB র্যাম আছে আর দুটি ফোনই অ্যান্ড্রয়েড পাই য়ের UI তে চলে।
SAMSUNG GALAXY A70 VS SAMSUG GALAXY A50ঃক্যামেরা
আমরা যদি ক্যামেরার দিক দেখি তবে এই ফোনের মধ্যে আপনারা Galaxy A70 ফোনে একটি 32MP র প্রাইমারি ক্যামেরা পাবেন আর সেখানে A50 ফোনে আপনারা 25MP র প্রাইমারি ক্যামেরা পাবেন। দুটি ফনেই একটি 8MP র আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে আর আছে 5MP র ডেপথ সেন্সার। Samsung Galaxy A50 ফোনে আপনারা একটি 25MP র সেলফি ক্যামেরা পাবেন আর সেখানে Samsung Galaxy A70তে আছে একটি 32MP র সেলফি ক্যামেরা।
SAMSUNG GALAXY A70 VS SAMSUG GALAXY A50ঃ ব্যাটারি
Samsung Galaxy A70 ফোনে আপনারা একটি 4,500mAh য়ের ব্যাটারি পাবেন আর এছাড়া Galaxy A50 ফোনের বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা একটি 4,000mAH য়ের ব্যাটারি পাবেন। আর আমরা যদি Galaxy A70 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 25w পর্যন্ত ফাস্ট চার্জিং পাবেন আর এছাড়া galaxy A50 ফোনে আপনারা 15W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন।
SAMSUNG GALAXY A70 VS SAMSUG GALAXY A50ঃ ভারতে দাম
Samsung Galaxy A50 ফোনের প্রাথমিক দাম 19,990 টাকা আর সেখানে এর 6GB র্যামের ফোনের দাম 22,990 টাকা। আর এই ফোন আপনারা অনলাইন আর অফলাইন দুই জায়গা থেকেই কিনতে পারবেন। আমরা যদি Galaxy A70 স্মার্টফোনের বিষয়ে বলি তবে এই ফোনের দাম 28,990 টাকা।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।