ভারতের একটি জনপ্রিয় ব্র্যান্ড শাওমি আর তারা তাদের ফোন সাধারণত কম দামে লঞ্চ করে থাকে। কিন্তু সম্প্রতি শাওমির একটি জনপ্রিয় ফোনের দাম বেরেছে। সেই ফোনটি হল Redmi Note 8 এই ফোনের দাম 500 টাকা বেরেছে। আর এর কারনও কিন্তু চিনের করোনা ভাইরাস। কারন এর জন্য ফোনের সাপ্লাই লাইনে প্রভাব পরেছে। আর এবার Redmi Note 8 ফোনের 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম বেরে 9,999 টাকা থেকে 10,499 টাকা হয়েছে।
ফোনের দাম বাড়ার পরে এই ফোনটি এবার Realme 5S ফোনের দামের রেঞ্জে এসে গেছে। আর এই ফোনে আছে একটি বড় ব্যাটারি। আর আজকে আমরা এখানে এই দুই ফোনের মধ্যে একটি তুলনা মূলক আলোচনা করব।
যখন দাম নিয়ে আর্টিকেলটি শুরু হয়েছে তখন এবার এই ফোনের দামের মধ্যে পার্থক্য কি বা আদৌ কোন পার্থক্য আছে কিনা তাই প্রথমে দেখা যাক।
Redmi Note 8 ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে 10,499 টাকায় কেনা যাবে। আর Realme 5S ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ মডেলটি 9,999 টাকায় পাওয়া যাবে। আর এই ফোনের 4GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 10,999 টাকায় কিনতে পারবেন।
Redmi Note 8 ফোনের ডিসপ্লে 6.3 ইঞ্চির আর এটি একটি ফুল HD ডিসপ্লে। আর এই ফোনে ফ্লুইড ডিজাইন দেওয়া হয়েছে। আর ফোনটি P2i কোটিং যুক্ত। আর Realme 5S ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির মিনি ড্রপ ডিসপ্লে পাবেন আর এই ফোনে দুটি আলাদা আলাদা ভেরিয়েন্টে কেনা যাবে।
Redmi Note 8 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার আর এটি অ্যাড্রিনো 610 GPU র সঙ্গে এসেছে,। সেখানে Realme 5S ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 665 পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফোন।
দুটি ফোনে আপনারা দুটি করে অপশান পাবেন প্রথমে Redmi Note 8 ফোনটি দেখা যাক। এই ফোনে 4Gb aর 6GB র LPDDR4X র্যাম আর 64GB আর 128GB র স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর Relme 5S ফোনে সেখানে আপনারা 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ আর 4GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন।
এবার ফোন দুটির ক্যামেরার দিকটি দেখা যাক। Redmi Note 8 ফোনে আছে একটি 48MP র ক্যামেরা আর দ্বিতীয় 8 মেগাপিক্সালের ক্যামেরা। আর এই ফোনের বাকি দুটি ক্যামেরা 2 মেগাপিক্সালের। আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা। আর Relame 5S ফোনে আছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ আর এর সঙ্গে এই ফোনের মেন ক্যামেরা 48Mp র ক্যামেরা।
Redmi Note 8 ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে আর সেখানে Realme 5S ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।