REDMI 7 VS REDMI NOTE 7: এই দুই ফোনের মধ্যে কোনটি বেশি ভাল জানেন?

REDMI 7 VS REDMI NOTE 7: এই দুই ফোনের মধ্যে কোনটি বেশি ভাল জানেন?
HIGHLIGHTS

অনেক ক্ষেত্রেই Redmi 7 আর Redmi Note 7 আলাদা

দুটি স্মার্টফোনের দাম আলাদা

সম্প্রতি ভারতে Redmi তাদের Redmi 7 ফোনটি লঞ্চ করেছে, এর আগে কোম্পানি ভারতে তাদের Redmi Note 7 ফোনটি লঞ্চ করেছিল, আর আজকে আমরা এই দুই ফোনের মধ্যে স্পেক্সের তুলনা করে দেখব, আর আপনাদের জানাব যে আসলে এই দুই ফোনের মধ্যে কোনটি কেমন। আপনাদের বলে রাখি যে Redmi 7 ফোনটি কোম্পানি ওরা স্মোক ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে আর ডিভাইসটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে লুনার রেড, কমেন্ট ব্লু আর অ্যাক্লিপস ব্ল্যাক। এই ডিভাইসে 6.26 ইঞ্চির ডট নচ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এটি HD+ LCD IPS ডিসপ্লে আর কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।

আর এর সঙ্গে আমরা যদি Redmi Note 7 ফোনটি দেখি তবে এই ফোনের ব্যাকে ওয়াটার ড্রপ নচ আর ফ্রন্টে রেয়ার প্যানেলে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে 2340×1080 পিক্সাল ফুল HD+ রেজিলিউশান আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আসুন তবে আর দেরি না করে এই দুটি দারুন ফোনের মধ্যে স্পেক্সের তুলনা করে দেখা যাক।

REDMI 7 VS REDMI NOTE 7 য়ের ডিসপ্লে

আমরা যদি Redmi 7 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 6.26 ইঞ্চির ডট নচ ডিসপ্লে পাচ্ছেন আর এর সঙ্গে এই ফোনের অ্যাস্পেকট রেশিও 19:9 আর এই ফোনটি HD+LCD IPS ডিসপ্লে আর কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। আর এর সঙ্গে আমরা যদি Redmi Note 7 ফোনটি দেখি তবে এই ফোনে 6.3 ইঞ্চির LCD স্ক্রিন দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সা আর এটি একটি HD+ ফুল রেজিলিউশানের ফোন আর এর অ্যাসেপক্ট রেশিও 19:5:9।

REDMI 7 VS REDMI NOTE 7 প্রসেসার আর র‍্যাম/ স্টোরেজ

এবার আমরা যদি এই ফোন দুটির প্রসেসার আর র‍্যাম ইত্যাদি দেখি তবে Redmi 7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার পাবেন। আর আমরা যদি Redmi Note 7 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন আর এই ফোনটি 14nm প্রসেসার Kryo 260 কোর্স যুক্ত আর এই ডিভাইসে অ্যাড্রিনো 512GPU আছে।

আর যদি র‍্যাম ইত্যাদি দেখা হয় তবে Redmi 7 ফোনটিতে আপনারা 2GB র‍্যাম পাবেন আর এর সঙ্গে এতে 32GB স্টোরেজ আর 3GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর আমরা যদি Redmi Note 7 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন।

REDMI 7 VS REDMI NOTE & ফোনের ক্যামেরা

Redmi 7 ফোনের ক্যামেরাতে আপনারা ব্যাক সাইডে 12+2 ক্যামেরা পাবেন যা ডুয়াল AI ক্যামেরা আর এটি 60fps য়ে ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারে আর এর সঙ্গে এটি AI পোট্রেড মোড আর AI সিন ডিটেকশান করতে পারে আর এর মাধ্যমে ক্যামেরা 33টি ক্যাটাগরি ডিটেক্ট করতে পারে। আর এই স্মার্টফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে যা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে AI ফেস আনলক সাপোর্ট করে। আর Redmi Note 7 ফোনে আপনারা ফ্রন্টে একটি 13মেগাপিক্সলাএর AI ক্যামেরা পাবেন আর এর সঙ্গে রেয়ারে 12+2 মেগাপিক্সালের Ai ক্যামেরা দেওয়া হয়েছে।

REDMI 7 VS REDMI NOTE 7 ব্যাটারি ও অন্যান্য ফিচারের পার্থক্য

Redmi 7 ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি আপবেন আর এই ফোনে কোম্পানি অনুসারে একবার চার্জ করলে 2 দিনের ব্যাটারি লাইফ পায়। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে আপনারা 2+1 সিম কার্ড স্লট পাবেন। আর এই ফোনের স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর Redmi Note 7 ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি কুইক চার্জ 4 সাপোর্ট করা আর এটি USB C পর্ট আর 3.5mm হেডফোন জ্যাক যুক্ত।

REDMI 7 VS REDMI NOTE 7 ফোনের দাম

Redmi 7 ফোনের 2GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম 7,999 টাকা আর এই ফোনের 3GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 8,999 টাকা। আর আপনারা Redmi Note 7 ফোনটি 3GB/32Gb ভেরিয়েন্টয় 9,999 টাকায় পাবেন আর এর সঙ্গে এই ফোনের 4GB/64GB র দাম 11,999 টাকা রাখা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo