REALME X50 PRO 5G আর IQOO 3 দুটি 5G ফোনের পার্থক্য

REALME X50 PRO 5G আর IQOO 3 দুটি 5G ফোনের পার্থক্য
HIGHLIGHTS

দুটি ফোনেই আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865

দুটিই কোয়াড ক্যামেরার ফোন

ভারতে সবে পর পর দুদিনে দুটি 5G ফোন লঞ্চ করেছে। ভারতে প্রথম 5G নিয়ে আসবের ঘোষনা iQOO  আগে করলেও বাস্তবে iQOO 3 5G লঞ্চ হওয়ার ঠিক এক দিন আগে রিয়েলমি তাদের ফোন Realme X50 Pro 5G লঞ্চ করে দেয়। আর তাই রিয়েলমি ফোনটি ভারতে লঞ্চ হওয়া প্রথম 5G ফোন। যদিও ভারতে এখনও 5G কানেক্টিভিটি নেই তবে দুটি কোম্পানি তাদের 5G সাপোর্টকারি ফোন ভারতে লঞ্চ করেছে। এর মধ্যে iQOO তাদের ফোনের 4G আর 5G দুটি ভেরিয়েন্টই লঞ্চ করেছে।

এই দুটি ফোনেই আছে কোয়াড ক্যামেরা সেটআপ আর ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865। আর আজকে এখানে এই আর্টিকেলে আমরা এই দুই ফোনের তুলনা মূলক আলোচনা করে দেখব।

Realme X50 pro 5G Vs IQOO 3 5G ডিসপ্লে

প্রথমেই এই দুটি ফোনের ডিসপ্লের দিকটি দেখে নিতে হয় আপনারা Realme X50 Pro 5G ফোনে পাবেন একটি 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর এই ফোনের ব্যাক সাইডে আছে 3D AG গ্লাসের সাপোর্ট।

আর সেখানে iQOO 3 5G ফোনে আছে একটি 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনটির HDR10+ যুক্ত আর এই ফোনে আছে 409 PPI। ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান।

Realme X50 Pro 5G VS IQOO 3 পার্ফর্মেন্স, র‍্যাম আর স্টোরেজ

এবার যদি আমরা এই দুই ফোনের প্রসেসার আর র‍্যাম ইত্যাদি দেখি তবে প্রথমে Realme X50 Pro 5G ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865। আর এই ফোনে এর সঙ্গে আছে তিনটি র‍্যাম আর স্টোরেজ অপশান। 6Gb র‍্যাম আর 128Gb স্টোরেজের সঙ্গে 8GB র‍্যাম 128Gb স্টোরেজ আর 12Gb র‍্যাম আর 256Gb র স্টোরেজ ভেরিয়েন্ট।

আর সেখানে IQOO 3 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 আর সঙ্গে অ্যাড্রিনো 650। ফোনে আছে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 256GB র স্টোরেজ ভেরিয়েন্ট।

Realme X50 Pro 5G VS IQOO 3 ক্যামেরা

এবার যদি আমরা এই দুই ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে দুটি ফোনেই আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর মধ্যে Realme র 5G ফোনে আছে 64Mp র মেন ক্যামেরা আর সঙ্গে একটি 12Mp র টেলিফটো লেন্স আর সঙ্গে আছে 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর একটি ম্যাক্রো লেন্স আর চতুর্থটি একটি 2Mp র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে ডুয়াল ক্যামেরাতে দেওয়া হয়েছে 32Mp আর 8MP র ক্যামেরা।

iQOO 3 ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন যা 48Mp র মেন ক্যামেরার সঙ্গে যা f/1.79 অ্যাপার্চারের আছে 13MP র একটি f/2.46 অ্যাপার্চার আর একটি 13Mp র f/2.2 অ্যাপার্চারের ফোন আর সঙ্গে একটি f/2.4 অ্যাপার্চারের 2Mp র ক্যামেরা। আর এই ফোনে আছে সুপার নাইট মোড সহ একাধিক ক্যামেরা মোড।

ফোনে আছে 16MP র সেলফি ক্যামেরা যা f/2.4 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 4K ভিডিও শুট করতে পারবেন।

Realme X50 Pro 5G VS IQOO 3 ফোনের ব্যাটারি

এবার যদি দুটি ফোনের ব্যাটারির দিকটি দেখা হয় তবে আপনারা রিয়েলমির ফোনে পাবেন 4200mAh য়ের ব্যাটারি যা 65W য়ের ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর সেখানে iQOO 3 ফোনে আপনারা পাবেন 4440mAh য়ের ব্যাটারি যা 55W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Realme X50 Pro 5G VS IQOO 3 দাম

এবার আমরা এই দুটি 5G ফোনের দাম দেখে নি। Realme X50 Pro 5G ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB আর 128Gb ভেরিয়েন্ট যার দাম 37,999 টাকা। আর এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ যা 39,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা। আর এই ফোনটি গতকার বিকেল  6 টার সময়ে ফ্লিপকার্ট আর রিয়েলমি ডট কমে প্রথম সেলে এসেছে।

আর iQOO 3 এই ফোনটি ভারতে ভলক্যানো ওরেঞ্জ, কোয়ান্টার সিলভার আর টরনেডো ব্ল্যাক কালারে আসবে। আর এই ফোনে আছে 8GB র‍্যাম আর 128Gb স্টোরেজ যার দাম 36,990 টাকা। আর এই ফোনের 256Gb র 4G মডেলের দাম 39,990 টাকা। আর এই ফোনের 5G মডেলের দাম 44,990 টাকা। ফোনটির প্রথম সেল 4 মার্চ 12 টার সময়ে হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo