Realme C51 vs Redmi 12: নতুন Realme ফোন কি দিতে পারবে Redmi ফোনকে টেক্কা? দেখুন Full Comparison

Realme C51 vs Redmi 12: নতুন Realme ফোন কি দিতে পারবে Redmi ফোনকে টেক্কা? দেখুন Full Comparison
HIGHLIGHTS

Realme সম্প্রতি ভারতে তাদের নতুন স্মার্টফোন Realme C51 লঞ্চ করেছে

রিয়েলমি C51 ফোনটি একটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে

Redmi 12 ফোনের দামের কথা বললে, এটি দুটি মডেলে কেনা যাবে। ফোনের বেস মডেলটি হল 4GB RAM+128GB স্টোরেজ

Realme সম্প্রতি ভারতে তাদের নতুন স্মার্টফোন Realme C51 লঞ্চ করেছে। ফোনটি মাত্র 8,999 টাকার দামে বাজারে আনা হয়েছে। এই ফোনে 50MP Camera রয়েছে। Realme Budget Phone এর প্রতিযোগিতা বাজারে আগে থেকে থাকা Redmi 12 এর সাথে হবে।

আপনি যদি কম দামে সস্তা মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তবে এই দুটি ফোন আপনার বাজেটে সেরা বিকল্প হতে পারে। তবে Realme C51 বা Redmi 12 ফোনের মধ্যে কোনটা কিনবেন ভাবছেন? আসুন জেনে নেওয়া যাক এই দুটি বাজেট ফোনের দাম, ফিচার, স্পেসিফিকেশন সহ সমস্ত ডিটেল।

আরও পড়ুন: Moto G54 5G India launch: প্রিমিয়াম ফোনকে টেক্কা দিতে আগামীকাল ভারতে আসছে Moto G54 5g, লঞ্চের আগেই প্রকাশ হল ফিচার এবং স্পেসিফিকেশন

Realme C51 vs Redmi 12: কোন ফোনটি হবে আপনার বাজেট ফিট

রিয়েলমি C51 ফোনটি একটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে। মাত্র 8999 টাকায় কেনা যাবে রিয়েলমির লেটেস্ট ফোনটি। কালার অপশন হিসেবে দুটি মডেলে কেনা যাবে- Mint Green এবং Carbon Black। ফোনের বিক্রি ই-কমার্স সাইটে Flipkart থেকে করা হচ্ছে।

Redmi 12 ফোনের দামের কথা বললে, এটি দুটি মডেলে কেনা যাবে। ফোনের বেস মডেলটি হল 4GB RAM+128GB স্টোরেজ, যার দাম 9,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 6GB RAM+128GB স্টোরেজ মডেলও রয়েছে এই ফোনের, যা 11,499 টাকায় কেনা যাবে। এই ফোন Jade Black, Pastel Blue এবং Moonstone Silver কালার অপশনে কেনা যাবে।

Realme C51 vs Redmi 12: কোন ফোনে রয়েছে ফাস্ট এবং স্মুদ Display

রিয়েলমি C51 ফোনে 6.74-ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 720 x 1600 পিক্সেল রেজোলিউশ সহ আসে। এই স্ক্রিন LCD প্যানেলে তৈরি করা, যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

রেডমি 12 ফোনের কথা বললে, এটি 6.79-ইঞ্চির FHD+ পাঞ্চ হোল LCD স্ক্রিনে লঞ্চ করা হয়েছে, যা 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সহ আসে। ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

Realme C51 vs Redmi 12: কোন Processer-এ কাজ করে এই দুটি ফোন

relame C51 ফোনে প্রসেসিংয়ের জন্য় UNISOC T612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, যা 1.82GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে লঞ্চ করা হয়েছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Redmi India (@redmiindia)

আরও পড়ুন: Moto G54 5G India launch: প্রিমিয়াম ফোনকে টেক্কা দিতে আগামীকাল ভারতে আসছে Moto G54 5g, লঞ্চের আগেই প্রকাশ হল ফিচার এবং স্পেসিফিকেশন

Redmi 12 ফোনটি MediaTek Helio G88 অক্টাকোর প্রসেসর সহ আনা হয়েছে, যা 2.0GHz ক্লক স্পিডে কাজ করে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে লঞ্চ হয়েছে।

Realme C51 vs Redmi 12: কত RAM এবং storage রয়েছে দুটি ফোনে

রিয়েলমি C51 ফোনে 4GB ফিজিকাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM অফার করা হয়েছে। এতে মোট 8GB RAM পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে 64GB, যা মাইক্রোএসডি কার্ডে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

রেডমি 12 ফোনে 6GB RAM পাওয়া যাবে, সাথে থাকছে 6GB ভার্চুয়াল RAM থাকছে, যা মোট 12GB RAM হবে। স্টোরেজের কথা বললে, ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

Realme C51 vs Redmi 12: ক্যামেরা কোয়ালিটিতে কে দিচ্ছে দুর্ধর্ষ ছবি

ফটোগ্রাফির জন্য Realme C51 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনে পিছনের প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া, যার সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্সও রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি C51 ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by realme India (@realmeindia)

Redmi 12 4G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে, যা 50MP প্রাইমারি সেন্সর সহ আসে। এর সাথে 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট থাকছে।

আরও পড়ুন: Reliance Jio 7 years: 7 বছরের হল রিলায়েন্স জিও, অফারের ঝুড়ি নিয়ে হাজির, 21GB পর্যন্ত অতিরিক্তি ডেটা সহ থাকছে ধামাকা অফার

Realme C51 vs Redmi 12: কত ব্যাটারি এবং চার্জিংয়ে কাজ করে এই দুটি ফোন

Realme C51 ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া, ফোনরে বড় ব্যাটারিটি ফাস্ট চার্জিং করার জন্য 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

Redmi 12-তে 5000mAh এর শক্তিশালী ব্যাটারিও দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Realme C51 vs Redmi 12: কোন ফোন হবে আপনার জন্য সেরা

দাম এর দিক দিয়ে Realme C51 ফোনটি Redmi 12 থেকে এগিয়ে রয়েছে। 9000 টাকার কম দামে ফোনটি অনেক ভাল ফিচার অফার করে। তবে ফিচার দিক দিয়ে Redmi 12 ফোনটি এগিয়ে, যার মধ্য়ে রয়েছে ক্যামেরা, RAM, বড় ডিসপ্লের মতো ফিচার থাকছে।

আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন হিসেবে দুটি বাজেট ফোনে একটি কিনতে পারেন।

আরও পড়ুন: বিনামূল্যে আপডেট করুন Aadhaar Card: নাম, ঠিকানা কোনো খরচ ছাড়াই করা যাবে আপডেট, কীভাবে জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo