Realme C33 এবং Oppo A74 দুটো ফোনই এখন ভারতের বাজারে উপলব্ধ। এবং দুটো ফোনেই 4G পরিষেবা মেলে। আপনি যদি 4G ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ফোন দুটির কথা ভাবতে পারেন। তবে কেনার আগে যাচাই করে নিন কোন ফোন সেরা আর কেন? দেখে নিন দুই ফোনের মধ্যে তুল্যমূল্য আলোচনা।
Realme C33 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে মিলবে 720X1600 পিক্সেলের রেজোলিউশন। অন্যদিকে Oppo A74 ফোনটিতে আছে 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 1080X2400 পিক্সেলের রেজোলিউশন।
Realme C33 ফোনটি পরিচালিত হয় উনিশ Unisoc Tiger T612 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত একটি মডেল আরেকটি মডেলে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া আরও একটি মডেল আছে যেখানে মিলবে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে Oppo A74 ফোনটিতে আছে Qualcomm Snapdragon 662 প্রসেসর। এখানে আছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই তিনটি ভ্যারিয়েন্ট হল 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, এবং 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
Realme C33 ফোনটির প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে Oppo A74 ফোনটিতে প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। অন্যদিকে Realme C33 -এর ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর Oppo A74 ফোনটিতে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Realme C33 ফোনটিতে আছে 10W 5000 mAh ব্যাটারি। Oppo A74 ফোনে আছে 33W 5000 mAh ব্যাটারি।
Amazon -এ Oppo A74 ফোনটির 6 GB RAM মডেলের দাম রাখা হয়েছে 20,990 টাকা। যদিও এখন অফারে এটি মাত্র 15,490 টাকায় কেনা যাবে। অন্যদিকে Realme C33 ফোনের 3 GB ভ্যারিয়েন্টটির দাম হয়েছে 11,999 টাকা, তবে এখন এটি মাত্র 8,999 টাকায় কেনা যাচ্ছে।
ফলে দুই ফোনের তুলনা থেকে বুঝতেই পারছেন দুটো ফোনেরই কিছু সুবিধা অসুবিধা আছে। Realme C33- এর ডিসপ্লে তুলনায় বড় হলেও ক্যামেরা থেকে প্রসেসর, ব্যাটারি ভাল পাবেন Oppo A74 ফোনটিতে। ফলে কোন ফোনটি আপনার উপযোগী সেটা এবার সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলুন।