ভারতে আজকে রিয়েলমি তাদের দুটি ফোন লঞ্চ করেছে। আর এর মধ্যে Realme 6 pro ফোনটি এই সিরিজের বড় ভেরিয়েন্ট হিসাবে এসেছে। আর এই ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা। আর এই ফোনে এর সঙ্গে দেওয়া হয়েছে আর এর সঙ্গে আমরা আজকে Poco X2 ফোনের একটি তুলনামূলক আলোচনা করব। এই Poco X2 ফোনটিতে আপনারা পাবেন 64AMP র মেন ক্যামেরা। মানে এই দুই ফোনের মেন ক্যামেরা একই মেগাপিক্সাল অফার করে। আর এর সঙ্গে দুটি ফোনই অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে এসেছে।
Realme 6 pro ফোনটিতে আছে 6GB র্যাম আর 64GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর সেখানে এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 8GB র্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 18,999 টাকা।
আর সেখানে Poco X2 ফোনের 6GB র্যাম আর 64Gb স্টোরেজের দাম 15,999 টাকা আর 6GB র্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এর সঙ্গে এর 8GB র্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
প্রথমেই দুটি ফোনের ডিসপ্লের দিকটি দেখা যাক। Relame 6 Pro ফোনে আছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।
আর সেখানে এই Poco X2 ফোনে আছে একটি 6.67 ইঞ্চির IPC LCD ডিসপ্লে যা কিনা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।
প্রথমেই বলে রাখি যে এই রিয়েলমি আর পোকো দুটি ফোনেই আছে অ্যান্ড্রয়েড 10 আর Realme 6 Pro ফোনে আপনার আপাবেন রিয়েলমির UI আর সেখানে Poco X2 ফোনে আপনারা পাবেন MIUI 11।
আর Realme 6 Pro ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 720G আর সেখানে Pco X2 তে আছে স্ন্যাপড্র্যাগন 730G।
Relmae 6 Pro ফোনে আছে 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর সঙ্গে 6GB র্যাম আর 128GB আর 8GB র্যাম আর 128GB র স্টপরেজ ভেরিয়েন্ট।
Poco X2 ফোনে আছে 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর সঙ্গে 6GB র্যাম আর 128GB ভেরিয়েন্ট আর এর সঙ্গে 8GB র্যাম আর 256GB র স্টোরেজ ভেরিয়েন্ট।
এবার যদি আমরা দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে Relame 6 Pro ফোনে আছে মেন 64MP র কজ্যামেরা যা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেয় আর এটি স্যামসাংয়ের লেন্স যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে আছে 12MP র একটি টেলিফটো লেন্স আর 8Mp র একটি আল্ট্রাওয়াইড লেন্স আর সঙ্গে আছে 2MP র একটি ম্যাক্রো লেন্স।
আর এই ফোনের ফ্রন্টে আছে ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা যা 16MP র ওয়াইড ক্যামেরা সঙ্গে 8MP র আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে।
আর Poco X2 ফোনে আপনারা পাবেন মেন 64MP র ক্যামেরা যা একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর এর সঙ্গে আছে 8Mp[ র ক্যামেরা যা একটি আল্ট্রা ওইয়াইড ক্যামেরা। আর এই ফোনে আছে একটি 2MP র ম্যাক্রো ক্যামেরা আর একটি 2MP র ডেপথ ক্যামেরা।
এই ফোনের ফ্রন্টে আছে ডুয়াল ক্যামেরা যা 20MP র ওয়াইড ক্যামেরার সঙ্গে দিচ্ছে 2Mp র ক্যামেরা।
এবার যদি আমরা দুটি ফোনের ব্যাটারি দেখি তবে এই ফোনে আপনারা পাবেন 4300mAh য়ের ব্যাটারি যা 30W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।
আর সেখানে Poco X2 ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি যা 27W ফাস্ট চার্জ সাপোর্ট করে।
আর এই দুটি ফনেই সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।