Realme 11 5G vs Redmi Note 12 5G : 20 হাজার টাকার বাজেটে কোন 5G ফোন সেরা, পয়েন্ট টু পয়েন্ট দেখুন তুলনা
Realme ভারতে আজ তার নতুন মোবাইল ফোন Realme 11 5G লঞ্চ করেছে
Realme এবং Redmi এর এই দুটি বাজেট স্মার্টফোন কম দামে দুর্দান্ত ফিচার অফার করে
আপনার জন্য সেরা বিকল্প হবে রিয়েলমি 11 5G নাকি রেডমি নোট 12 5G, দেখুন তুলনা
Realme ভারতে আজ তার নতুন মোবাইল ফোন Realme 11 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি মিড বাজেট সেগামেন্টে আনা হয়েছে। ফোনটি 18,999 টাকার শুরুর দামে কেনা যাবে। বাজারে Realme 11 5G ফোনের প্রতিযোগিতা Redmi Note 12 5G ফোনের সাথে হবে।
Realme এবং Redmi এর এই দুটি বাজেট স্মার্টফোন কম দামে দুর্দান্ত ফিচার অফার করে। তবে আপনি ভাবছেন হবে যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা বিকল্প হবে রিয়েলমি 11 5G নাকি রেডমি নোট 12 5G। আপনিও যদি বাজেট প্রাইসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই খবর আপনার কাজে আসতে পারে।
Realme 11 5G vs Redmi Note 12 5G: দাম
ভারতে রিয়েলমি 11 5G ফোন দুটি স্টোরজে মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেলটি হল 8GB RAM+128GB স্টোরেজ, যার দাম 18,999 টাকা। ফোনের আরেকটি মডেল হচ্ছে 8GB RAM+256GB স্টোরেজ, যার দাম 19,999 টাকা।
রেডমি নোট 12 5G ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে পাওয়া যায়। ফোনের বেস মডেল 4GB RAM+128GB স্টোরেজ, যার দাম 16,999 টাকা। এর দ্বিতীয় মডেল হল 6GB+128GB স্টোরেজ, যার দাম 18999 টাকা এবং ফোনের 8GB+256GB স্টোরেজ এর সাথে আসে, যার দাম 20,999 টাকা।
Realme 11 5G vs Redmi Note 12 5G: স্পেসিফিকেশন এবং ফিচারে কে এগিয়ে
ডিসপ্লে
Realme 11 5G ফোনে পাওয়া যাবে 6.72-ইঞ্চি Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে পাঞ্চ হোল স্ক্রিন রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।
Redmi Note 12 5G ফোনে 6.67 ইঞ্চির Full HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া, যা রেজোলিউশন 2400×1080 পিক্সেল সাপোর্ট করে। ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রয়েছে।
প্রসেসর
Realme 11 5G ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ অক্টা-কোর প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে ARM G57 MC2 GPU রয়েছে। ফোনে 16GB পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়ানোর সুবিধা দেওয়া। ফোনটি Android 13 এর সাথে বাজারে এসেছে, যা Realme UI 4.0 এর সাথে কাজ করে।
Redmi Note 12 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসর সহ আসে। গ্রাফিক্সের জন্য় এতে এড্রেনো 619 GPU রয়েছে। রেডমি নোট 12 5G LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজে কাজ করে। ফোনটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। রেডমি ফোনটি Android 12 ভিত্তিক MIUI 13-এ চলে।
ক্যামেরা
Realme 11 5G ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে, যা 3X জুম সহ 108 মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 মেইন সেন্সর সাপোর্ট দেওয়া হোয়েছে। এছাড়া থাকছে 2 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল সেন্সর রয়েছে ফ্রন্টে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 12 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে রিয়ার প্যানেলে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, LED Flash সহ আসে। এছাড়া, এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে ফোনে।
ব্যাটারি
Realme 11 5G ফোনকে পাওয়ার দিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 67W SuperVOOC চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ বাজারে আনা হয়েছে। ব্যাটারি নিয়ে কোম্পানি দাবি করেছে যে একবার চার্জে এটি 24.5 দিনের স্ট্য়ান্ডবায় টাইম দিতে পারে।
Redmi Note 12 5G ফোনেও 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ আসে। কোম্পানি দাবি করছে যে এই ফোন একবার চার্জে 26 দিনের স্ট্য়ান্ডবায় টাইম দেয়।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile