Raksha Bandhan 2021: রাখীতে বোনকে কী উপহার দেবেন ভাবছেন? দেখে নিন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের লিস্ট

Updated on 21-Aug-2021
HIGHLIGHTS

রাখী উৎসবে বোনকে গিফ্ট করুন 5 বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

Raksha Bandhan 2021-এ গিফট করুণ 15 হাজার টাকার কম দামে স্মার্টফোন

Budget Smartphone-এর লিস্টে রয়েছে Poco, Realme, Xiaomi স্মার্টফোন

আগামী 22 আগস্ট রাখী উৎসব। এই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই চাই বোন বা ভাইকে বিশেষ কিছু উপহার দিতে। এই করোনা মহামারির দাপটে অনেকসময়ে চাইলেও তেমন দামি উপহার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে একাধিক বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। এই বিশেষ দিনে আপনি যদি নিজের কাছের মানুষকে এক্কেবারে সাধ্যের মধ্যে স্মার্টফোন উপহার দেবার কথা ভেবে থাকেন। তবে আপনার জন্য আমরা এনেছি কয়েকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের খোঁজ। যেগুলিতে মিলবে দুর্দান্ত ক্যামেরা ফিচার।

Realme 8 5G

এই Realme 8 5G স্মার্টফোন মডেলটির দাম 13,999 টাকা। এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে  48MP প্রাইমারি ক্যামেরা, f/1.8 অ্যাপারচরের সঙ্গে। এছাড়া রয়েছে  একটি 2MP  ক্যামেরা f/2.4 অ্যাপারচরের সঙ্গে। এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে অটোফোকাস সেটআপ। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা  f/2.1অ্যাপারচরের সঙ্গে। এই মডেলে রয়েছে 6.5 ইঞ্চি আলট্রা স্মুথ ডিসপ্লে। মডেলটির রিফ্রেশ রেট 90Hz। এই 5G স্মার্টফোনে রয়েছে 8.5mm সুপার স্লিম বডি।

Poco M3 Pro 5G

Poco M3 Pro 5G মডেলের দাম শুরু 13,999 টাকা থেকে। এই স্মার্টফোনে রয়েছে  48MP প্রাইমারি ক্যামেরা। এই 5G মডেলে থাকবে MediaTek Dimensity 700 চিপসেট । এই মডেলে পাওয়া যাবে 5G সাপোর্ট। এছাড়াও থাকবে 5000mAh ব্যাটারির সুবিধা। Poco M3 Pro 5G মডেল মিলবে তিনটি কালার ভ্যারিয়েন্টে। পাওয়া যাবে পাওয়ার ব্ল্যাক, কুল Blue এবং Poco ইয়েলো কালার অপশনে। এই স্মার্টফোনের 4GB এবং 64GB  স্টোরেজ মডেলটির দাম 13,999 টাকা। 6GBএবং 128GB স্টোরেজ মডেলটির দাম পড়বে 15,999 টাকা।

Xiaomi Redmi Note 10T

Xiaomi ব্র্যান্ডের সাব-ব্র্যান্ড রেডমির Note 10T মডেলটি পাওয়া যাবে মাত্র 13,999 টাকায়। এই রেডমি মডেলে থাকবে 48MP ক্যামেরা সেটআপ। এই স্মার্টফোনে থাকবে Dimensity 700 চিপসেট। মডেলটি পাওয়া যাবে তিনটি কালার অপশনে। এই মডেলের রিফ্রেশ রেট 90Hz।এছাড়াও এই  রেডমি মডেলে রয়েছে 6.5 ইঞ্চি AdaptiveSync ডট-ডিসপ্লে।

Samsung Galaxy M32

Samsung Galaxy M32 মডেলের দাম 14,999 টাকা। এই মডেলে থাকবে 64MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া থাকবে 20MP সেলফি ক্যামেরা। এছাড়াও এই মডেলে রয়েছে  6.4 ইঞ্চি অ্যামোলয়েড FHD প্লাস ডিসপ্লে। চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G80। এই স্মার্টফোন মডেলটি পাওয়া যাবে তিনটি স্টোরেজ অপশনে।

Realme Nazro 30 (4G)

এই Realme Nazro 30 মডেলের দাম 13,999 টাকা। এই মডেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ । এই রিয়েলমি মডেলে থাকবে 48MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ লেন্স। এছাড়াও এই মডেলে থাকবে এলইডি ফ্ল্যাশ ও 16MP সেলফি শুটিং লেন্স। এই স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া রয়েছে MediaTek Helio G95 প্রসেসর।

Connect On :