Poco -এর তরফে সদ্যই একটি নতুন বাজেট ফোন দেশে আনা হয়েছে। এই ফোনটির নাম Poco C51। এই কোম্পানির এই বাজেট ফোন পরিচালিত হয় MediaTek Helio -এর প্রসেসরের সাহায্যে। এই ফোনটির সঙ্গে বাজারে প্রতিযোগিতা হবে Redmi 12C -এর। এটাও কিছুদিন আগে লঞ্চ করেছে। দুটো ফোনেরই দাম 9,000 টাকার মধ্যে। কিন্তু ফিচারের নিরিখে এগিয়ে কে?
6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে Poco C51 ফোনটিতে। এই ফোন পরিচালিত হয় MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে। এখানে গ্রাহকরা 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সঙ্গে আছে 3 GB ভার্চুয়াল RAM। অ্যান্ড্রয়েড 13 -এর Go ভার্সন আছে এই ফোনে। এর প্রতিদ্বন্দ্বী Redmi 12C ফোনটিতে আছে 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে। এখানে অ্যান্ড্রয়েড 12 এবং MediaTek Helio G85 প্রসেসর আছে। সর্বোচ্চ 500 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে সঙ্গে মিলবে 5 GB ভার্চুয়াল RAM।
দুটো ফোনেই 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। ফলে এই দিকে দুটো ফোনই সমান। এছাড়া কানেকটিভিটির জন্য Poco C51 ফোনটিতে আছে 4G, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটি হেডফোন জ্যাক আছে। অন্যদিকে Redmi 12C ফোনটিতে আছে 4G LTE, WIFI, ব্লুটুথ, GPS -এর সুবিধা সহ IP52 রেটিং।
দুটো ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা আছে কিন্তু ক্যামেরার গুণগত মানের নিরিখে এগিয়ে Redmi- এর ফোন। Redmi 12C তে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি VGA ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে Poco C51 ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ VGA ক্যামেরা। এখানেও 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
Poco C51- এর 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 8,499 টাকা। অন্যদিকে Redmi 12C ফোনটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 8,999 টাকা। এবং এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,999 টাকা।