IQOO Neo 7 থেকে Oppo Find N2 Flip সহ কোন কোন ফোন লঞ্চ করল এই সপ্তাহে? আছে কী কী ফিচার?

IQOO Neo 7 থেকে Oppo Find N2 Flip সহ কোন কোন ফোন লঞ্চ করল এই সপ্তাহে? আছে কী কী ফিচার?
HIGHLIGHTS

ফেব্রুয়ারিতে একগুচ্ছ নতুন ফোন ভারতে এল

এর মধ্যে আছে IQOO Neo 7 ফোনটি, এটি একটি মিড রেঞ্জের ফোন

অন্যদিকে এই সপ্তাহে Oppo -এর তরফে Oppo Find N2 Flip ফোনটিও লঞ্চ করা হয়েছে

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে চলছে। আর এই সপ্তাহেই ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করল। আরও বেশ কিছু ফোন আগামীতেও লঞ্চ করবে। তবে ইতিমধ্যেই যে যে ফোনগুলো এই মাসে লঞ্চ করল দেশে সেখানে আছে IQOO, Oppo, Tecno, ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোন। IQOO Neo 7, Oppo Find N2 Flip ফোন দুটি লঞ্চ করল দেশে। দেখে নিন এই ফোনগুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য। 

IQOO Neo 7

এটি একটি মিড রেঞ্জের ফোন যা গ্রাহকরা Amazon বা IQOO ওয়েবসাইট থেকে কেনা যাবে। এই ফোনে আছে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে যেখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট সহ 300 Hz টাচ স্যাম্পলিং রেট, HDR 10+ -এর সাপোর্ট। 1500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এখানে, সঙ্গে থাকবে 1.07 বিলিয়ন রং এবং DCI P3 কালার গ্যামুট । এটি পরিচালিত হবে MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে। এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অ্যান্ড্রয়েড 13 থাকবে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। কানেকটিভিটির জন্য এখানে থাকবে ব্লুটুথ, 5G, 4G VOLTE, WIFI, GPS, USB টাইপ সি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টিরিও স্পিকার, ইত্যাদি। এখানে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।

ভারতে এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম রাখা গিয়েছে 29,999 টাকা, অন্যদিকে 12 GB RAM এবং 256 GB মডেল মিলবে 33,999 টাকায়। এছাড়া ব্যাংকের সুবিধা, EMI, এক্সচেঞ্জ অফার তো থাকছেই।

iQoo Neo 7 specs and price

Oppo Find N2 Flip

এই ফোনে আছে 6.8 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট। এখানে সেকেন্ডারি ডিসপ্লেতে আছে 3.26 ইঞ্চির একটি ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাসের সুবিধা আছে এখানে। MediaTek Dimensity 9000+ প্রসেসর আছে এখানে সঙ্গে অ্যান্ড্রয়েড 13। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এখানে দুটি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা মিলবে। সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এখানে একটি 4300mAh ব্যাটারি আছে। এখানে কানেকটিভিটির জন্য আছে WIFI, ব্লুটুথ, 5G, GPS, USB টাইপ সি, ইত্যাদি।

এই ফোনটির দাম দেশে কত রাখা হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে ইউরোপিয়ান বাজারের মতোই হয়তো এখানে দাম রাখা হবে। সেখানে ইউরো 849 এ লঞ্চ হয়েছে এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেল। অর্থাৎ ভারতীয় অর্থে এই ফোনের দাম দাঁড়াবে 84,350 টাকা।

Nokia X30 5G

এই ফোনটিতে আছে 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 90 Hz রিফ্রেশ রেট। এখানে অ্যান্ড্রয়েড 12 সহ Qualcomm Snapdragon 695 প্রসেসর আছে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। কানেকটিভিটির জন্য এই ফোনে আছে ব্লুটুথ, GPS, 5G, 4G Volte, USB টাইপ সি, ইত্যাদি। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ এখানে 4200mAh ব্যাটারি আছে। IP 67 রেটিং আছে এই ফোনে।

এটির দাম ভারতে 48,999 টাকা রাখা হয়েছে। এটি 20 ফেব্রুয়ারি থেকে Amazon এবং Nokia -এর ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Phones launched this week

Vivo Y56 5G

এই ফোনটি পরিচালিত হবে MediaTek Dimensity 700 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। এখান ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ আরও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর মিলবে। ফ্রন্ট ক্যামেরায় মিলবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এখানে 5000mAh ব্যাটারি মিলবে। কানেকটিভিটির জন্য এখানে আছে 4G LTE, WIFI ব্লুটুথ, GPS, USB টাইপ সি।

এই ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটির দাম রাখা গিয়েছে 19,999 টাকা। 

Vivo Y100

এটিও একটি মিড রেঞ্জের ফোন এখানে আছে 6.38 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 90 Hz রিফ্রেশ রেট সহ HDR 10+। 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এখানে। এখানে Octa Core MediaTek Dimensity 900 প্রসেসর আছে সঙ্গে অ্যান্ড্রয়েড 13। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর মিলবে। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 44W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এখানে। এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা। এটা Flipkart, Amazon, ইত্যাদি থেকে কেনা যাবে।

Phones launched this week

Tecno Pop 7 Pro

এই ফোনটিতে আছে 6.56 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে। এখানে আছে 480 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সহ MediaTek Helio A22 প্রসেসর। এখানে আছে 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এটিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড 12 আছে এই ফোনে। ফোনের রিয়ার প্যানেলে আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ সেলফি ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। 10W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

এটির 2 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 6,799 টাকা রাখা হয়েছে আর 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 7,299 টাকা রাখা হয়েছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo