Oppo A16 কিনবেন নাকি Vivo Y21? 15,000 টাকার মধ্যে কোন ফোনটা সেরা?

Updated on 07-Feb-2023
HIGHLIGHTS

Vivo Y21 এবং Oppo A16 হল দুটি বাজেট ফ্রেন্ডলি ফোন

দুটোই MediaTek Helio প্রসেসরের সাহায্যে পরিচালিত হয়

দুটো ফোনেই মিলবে IPS LCD ডিসপ্লে, সাইজে রয়েছে সামান্য হেরফের

আপনি যদি এখন ফোন কেনার কথা ভেবে থাকেন তাও বাজেটের মধ্যে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আপনার বাজেট যদি 15,000 টাকার মধ্যে হয় তাহলে আপনার পছন্দের তালিকার মধ্যে Oppo বা Vivo কোম্পানির এই দুটো ফোন রাখতে পারেন Oppo A16 এবং Vivo Y21। এই ফোনগুলোতে গ্রাহকরা ভাল মানের ডিসপ্লে সহ ভাল ব্যাটারি, উন্নতমানের প্রসেসর এবং ক্যামেরা পেয়ে যাবেন। কিন্তু দুটোর মধ্যে সেরা কোনটা? আপনি তো আর দুটো ফোনই কিনবেন না! আসুন আলোচনা করে সেটা দেখা যাক। 

কোন ফোনে কী প্রসেসর?

দুটো ফোনই MediaTek Helio প্রসেসরের সাহায্যে পরিচালিত হয়। তবে Oppo A16 ফোনে আছে MediaTek Helio G35 প্রসেসর, এবং Vivo Y21 ফোনে আছে MediaTek Helio P35 প্রসেসর। তবে পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে Vivo Y21 -এরটা তুলনামূলক ভাবে ভাল।

কোন ফোনে কেমন ডিসপ্লে মিলবে?

আবারও এখানে মিল! দুই ফোনেই আছে IPS LCD ডিসপ্লে। এবং দুটোতেই আছে 720X1600 পিক্সেলের রেজোলিউশন। সাইজও মোটামুটি এক, ওই উনিশ বিশ আর কি! Vivo Y21 এ আছে 6.51 ইঞ্চির ডিসপ্লে আর Oppo A16 তে আছে 6.52 ইঞ্চির ডিসপ্লে। ফলে এক্ষেত্রে Oppo- এর ডিসপ্লে সামান্য বড়।

ফোনের ক্যামেরা

Vivo Y21 ফোনটিতে গ্রাহকরা পাবেন ডুয়াল ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের সেন্সর সহ একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। Oppo A16 ফোনে গ্রাহকরা পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানেও প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটোতে আছে 2 মেগাপিক্সেলের সেন্সর। দুটো ফোনেই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে ক্যামেরার দিক থেকে Oppo একটু এগিয়ে আছে। 

কোন ফোনে কেমন ব্যাটারি আছে?

5000mAh ব্যাটারি মিলবে দুটো ফোনেই। তবে Vivo -তে ফাস্ট চার্জিং এর সুবিধা থাকলেও Oppo তে সেটা নেই। ফলে এখানে আবার Vivo এগিয়ে। 

অপারেটিং সিস্টেম কার ভাল?

দুটি ফোনেই আছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম। তবে Vivo Y21 চলে অ্যান্ড্রয়েড 11 OS Funtouch OS 11.1 -এর সাহায্যে আর Oppo A16 চলে অ্যান্ড্রয়েড 11 OS বেসড ColorOS 11.1 -এর সাহায্যে। 

কার দাম কত?

Oppo A16 ফোনটির বাজার দর হল 12,990 টাকা। আর Vivo Y21 ফোনটির দাম 15,490 টাকা। ফলে Vivo -এর ফোনটি তুলনামূলকভাবে বেশ অনেকটাই দামী। 

দেখুন এই আলোচনা থেকে স্পষ্ট দুটো ফোনই কোনও না কোনও ক্ষেত্রে একে অন্যকে ছাপিয়ে গেছে। আবার কোনও ক্ষেত্রে পিছিয়ে আছে। দাম এবং অন্যান্য ফিচার মাথায় রেখে বিবেচনা করুন যে কোনটা কিনবেন আর কেন।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :