OnePlus Nord 4 vs Nord 3 Compare: পুরানো নর্ড ফোন থেকে কতটা আলাদা নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন, সম্পূর্ণ ডিটেল

OnePlus Nord 4 vs Nord 3 Compare: পুরানো নর্ড ফোন থেকে কতটা আলাদা নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন, সম্পূর্ণ ডিটেল
HIGHLIGHTS

OnePlus Nord 4 ফোনে নতুন ডিজাইন, AI ফিচার, আপগ্রেড স্পেসিফিকেশন সহ আরও অনেক কিছু দেওয়া হয়েছে

কোম্পানির গত বছরের OnePlus Nord 3 মডেল থেকে নতুন ওয়ানপ্লাস ফোনে কী পার্থক্য রয়েছে

ওয়ানপ্লাস নর্ড 4 ফোনটি 29,999 টাকার শুরুর দামে ভারতে আনা হয়েছে

OnePlus Nord-series হল কোম্পানির একটি জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ। নর্ড সিরিজ 3 বছর ধরে ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখন কোম্পানি এই সিরিজে নতুন OnePlus Nord 4 নিয়ে হাজির হয়েছে। এতে নতুন ডিজাইন, AI ফিচার, আপগ্রেড স্পেসিফিকেশন সহ আরও অনেক কিছু দেওয়া হয়েছে এই ফোনে। 16 জুলাই ইতালি, মিলান শহরে “Summer Launch Event” ওয়ানপ্লাস নর্ড 4 লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি তিনটি নতুন কালার মার্কিউরিয়াল সিলভার, ওয়েসিস গ্রিন এবং ওবসিডিয়ান মিডনাইট অপশনে আনা হয়েছে।

তবে অনেক ইউজাররা জানতে ইচ্ছুক যে কোম্পানির গত বছরের OnePlus Nord 3 মডেল থেকে নতুন ওয়ানপ্লাস ফোনে কী পার্থক্য রয়েছে। গত বছরের নর্ড 3 স্মার্টফোনের তুলনায় নর্ড 4 বাজারে কী নিয়ে এসেছে, তা নিয়ে আমরা এই খবরে চর্চা করবো। আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Moto G85 5G নাকি OnePlus Nord CE 3 Lite 5G: 20,000 টাকার বাজেটে কোন ফোন সেরা?

OnePlus Nord 4 vs Nord 3 ভারতে দাম কত

ওয়ানপ্লাস নর্ড 4 ফোনটি 29,999 টাকার শুরুর দামে ভারতে আনা হয়েছে। এই দামে ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ কেনা যাবে। এছাড়া ফোনের আরও দুটি স্টোরেজ অপশন রয়েছে – 8 জিবি+256 জিবি এবং 12 জিবি+256 জিবি। এই দুটি মডেলের দাম 32,999 টাকা এবং 35,999 টাকা রাখা হয়েছে।

OnePlus Nord 4 price and variantsOnePlus Nord 3 price and variants
8GB RAM+128GB at Rs.299998GB RAM+128GB at Rs. 33999
8GB RAM+256GB at Rs. 3299916 GB RAM + 256 GB at Rs.37999
12GB RAM +256GB at Rs.35999N/A

অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড 3 ফোনের লেটেস্ট দাম 33,999 টাকা। কোম্পানির ওয়েবসাইটে এই দামের সাথে ফোনটি লিস্ট করা রয়েছে। এই দামে ফোনের একটি মডেল 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ অপশন কেনা যাবে। আরেকটি মডেল 16 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজের দাম 37,999 টাকা রাখা হয়েছে। তবে ই-কমার্স সাইটে এই ফোনটি ডিসকাউন্ট অফারের সাথে বিক্রি হচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড 4 vs ওয়ানপ্লাস নর্ড 3 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারে কী পার্থক্য

ডিজাইন

OnePlus-Nord-4-Bangla

ডিজাইনের কথা বললে,ওয়ানপ্লাস এবার নতুন ফোনে নতুন ডিজাইন দিয়েছে। কোম্পানি নর্ড 4 ফোনে ফ্ল্য়াট ডিজাইন সহ ভার্টিকাল ক্যামেরা মডিউল অফার করেছে। এটি কোম্পানির প্রথম ফোন যা মেটাল ইউনিবডি সহ আসে। এছাড়া ফোনে রয়েছে গ্লাস ফ্রন্ট, এলুমিনিয়াম ব্যাক এবং এলুমিনিয়াম ফ্রেম।

পাশাপাশি,ওয়ানপ্লাস নর্ড 3 ফোনটি প্লাসটিক ফ্রেম, গ্লাস ফ্রন্ট দেওয়া। স্মার্টফোনে হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে।

ডিসপ্লে

লেটেস্ট নর্ড 4 ফোনে আল্ট্রা HDR সাপোর্ট সহ 6.74-ইঞ্চি সুপার ফ্লুইড AMOLED LTPS ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1450 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

এছাড়া নর্ড 3 ফোনে 6.74-ইঞ্চি ফ্লুইড এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1450 পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

প্রসেসর

প্রসেসিংয়ের জন্য ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে কোয়ালকম Snapdrgon 7+ Gen 3 প্রসেসর রয়েছে।

OnePlus Nord 3 processor

প্রসেসর হিসেবে নর্ড 3 ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 9000 প্রসেসর পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে নর্ড 4 ফোনে 50MP Sony LYTIA+ 8MP ক্যামেরা সেটআপ রয়েছে। এতে সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

পুরানো নর্ড 3 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP+8MP+2MP সেন্সর রয়েছে। এছাড়া ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া।

SpecificationsOnePlus Nord 4OnePlus Nord 3
Display6.74-inch Fluid AMOLED display, 2772×1240 pixel,
120Hz refresh rate, 2150nits brightness
6.74-inch Fluid AMOLED display with 2772×1240 pixel,
120Hz refresh rate, 1450nits brightness
ChipsetQualcomm Snapdragon 7+ Gen 3Mediatek Dimensity 9000
SoftwareAndroid 14, 4 years of OS updateAndroid 13, 3 years of OS update
RAM options8GB/ 12 GB8GB/ 16GB
Storage128GB UFS 3.1, 256GB UFS 4.0128GB, 256GB UFS 3.1
Camera50MP+8MP
Front: 16MP
50MP+8MP+2MP
Front: 16MP
Battery5500mAh, 100W charging5000mAh, 80W charging

ব্যাটারি

পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে বড় ব্যাটারি 5500mAh পাওয়া যাবে। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এর সাথে ওয়ানপ্লাস নর্ড 3 ফোনে 80W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: iQOO Z9 Lite 5G: মাত্র 9999 টাকার শুরুর দামে লঞ্চ হল নতুন আইকিউ 5G ফোন, 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo