OnePlus 9RT vs OnePlus 9: দুটি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামে কী পার্থক্য

Updated on 16-Oct-2021
HIGHLIGHTS

OnePlus 9RT মডেলের বেস ভ্যারিয়েন্ট চিনে কেনা যাচ্ছে CNY 3299, যা ইন্ডিয়ান কারেন্সিতে 38,500 টাকা মতন

OnePlus 9RT ভারতে লঞ্চ হলে OnePlus 9 মডেলের সঙ্গে এই মডেলের দুর্দান্ত মিল পাবার সম্ভাবনা রয়েছে

OnePlus 9RT ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 38,500 টাকার কাছাকাছি

OnePlus 9RT চিনে লঞ্চ করে গিয়েছে। OnePlus 9 সিরিজে যুক্ত হয়েছে আরও একটি মডেল। OnePlus 9R ফোনের ব্যাপক জনপ্রিয়তার ফলে OnePlus 9 RT লঞ্চ করেছে।  জানা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে খুব তারাতাড়ি লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। নতুন OnePlus 9RT মোবাইলে আসছে একাধিক আপগ্রেডের সঙ্গে। আসছে দারুণ ফিচার নিয়ে।

চিনে OnePlus 9RT ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে CNY 3299। যা ইন্ডিয়ান কারেন্সিতে 38,500 টাকা মতন। ভারতের মার্কেটে এই রেঞ্জের মধ্যেই কেনা যাচ্ছে OnePlus 9 ফোনের ভ্যানিলা ভ্যারিয়েন্ট মডেল।

OnePlus 9 ফোনের ভারতে দাম পড়বে 46,999 টাকা। যা এখন সমস্ত সেলে ব্যাঙ্ক অফার মিলিয়ে কেনা যাবে 39,999 টাকায়। OnePlus 9RT ভারতে লঞ্চ হলে OnePlus 9 মডেলের সঙ্গে এই মডেলের দুর্দান্ত মিল পাবার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক OnePlus 9RT এবং OnePlus 9 ইউজারদের কি কি স্পেসিফিকেশন অফার করছে-

OnePlus 9RT স্মার্টফোনের স্পেসিফিকেশন-

OnePlus 9RT মডেল কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন  888 চিপসেটে। এই ফোনের সর্বাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে 12GB RAM+ 256GB ইন্টারনাল  স্টোরেজ। এই হ্যান্ডসেট আসছে 6.62 ইঞ্চির E4 OLED ডিসপ্লের সাথে। স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 120Hz। এই ফোনের পিক ব্রাইটনেস রয়েছে 1300 নিট। আসছে HDR 10+ সাপোর্ট এবং 600Hz টাচ স্যাম্পেল রেটের সঙ্গে। এই ফোন চলবে Color OS 12 নির্ভর Android 12 অপারেটিং সিস্টেমে।

ক্যামেরা ফিচার হিসেবে OnePlus 9 RT মডেলে রয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ। এই ফোন আসছে 50MP Sony IMX766 প্রাইমারি লেন্সের সাথে সঙ্গে রয়েছে OIS সাপোর্ট এবং EIS সাপোর্ট। এছাড়া রয়েছে 16MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16MP সেলফি শুটার। 

OnePlus 9 RT ফোন আসছে 4,500 mAh ব্যাটারি এবং 65W র‍্যাপ ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G , ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট।

OnePlus 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন-

OnePlus 9 ফোন আসছে 6.55 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই হ্যান্ডসেটের পিক্সেল রেজোলিউশন রয়েছে 2400X 1800 পিক্সেল। এছাড়া আসছে 1100 নিটের পিক ব্রাইটনেসের সঙ্গে। 

OnePlus 9 ডিভাইসে রয়েছে OnePlus 9RT ফোনের প্রসেসর। তবে দুটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আলাদা। OnePlus 9 চলবে Android 11 নির্ভর Oxygen OS 11 অপারেটিং সিস্টেমে।

OnePlus 9RT ফোনের তুলনায় OnePlus 9 ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ উন্নত। কেননা এই ফোন আসছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপের সঙ্গে যাতে রয়েছে দুটি 50MP লেন্স এবং একটি মোনোক্রোম লেন্স।

ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনেই রয়েছে একই ফিচার। ওজনের দিক থেকে OnePlus 9 খানিকটা বেশি বড় এবং শক্ত। অন্যদিকে OnePlus 9RT আকারে বেশ স্লিম।

OnePlus 9 বনাম OnePlus 9 RT পার্থক্য দেখুন একনজরে-

  • OnePlus 9 এবং OnePlus 9 RT দুটি ফোনই কাজ করবে একই প্রসেসরে।
  • OnePlus 9 RT মোবাইলের ডিসপ্লে সাইজ OnePlus 9 ফোনের চাইতে একটূ বড়ো।
  • OnePlus 9 RT কাজ করবে ওপ্পোর ColorOS12 সিস্টেমে। অন্যদিকে OnePlus 9 চলবে , Oxygen OS 11 অপারেটিং সিস্টেমে।
  • দুটি ফোনে রয়েছে একই ব্যাটারি ক্যাপাসিটি।
  • তবে OnePlus 9 হ্যান্ডসেটের ক্যামেরা  OnePlus 9 RT মডেলের চাইতে আরও বেশি উন্নত।
  • দুটি মডেলের দাম কাছাকাছি হলেও মনে রাখতে হবে যে OnePlus 9  লঞ্চ হয়েছে ছয় মাস হয়ে গেছে। অন্যদিকে একই দামের OnePlus 9 RT হ্যান্ডসেটে পাওয়া যাচ্ছে লেটেস্ট অপারেটিং সিস্টেম।
Connect On :