Nokia C32 এবং Realme Narzo N53: 10 হাজার টাকায় কোন ফোন হবে বিজেতা
Nokia C32 এবং Realme Narzo N53 দুটি ফোনই 10,000 টাকার কম দামে বাজারে আনা হয়েছে
Nokia C32 এবং Realme Narzo N53 দুটি ফোনেরই ফিচার এবং স্পেসিফিকেশন একে অপরের থেকে অনেকটা আলাদা
10 হাজার টাকরা কম দামে Nokia C32 এবং Realme Narzo N53 এর মধ্যে কোন ফোনটি সেরা
HMD Global সম্প্রতি ভারতে তাদের বাজেট ফোন Nokia C32 লঞ্চ করেছে। Nokia C32 ফোনে ৫০ মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে। এর পাশাপাশি Realme সংস্থাও তার বাজেট ফোন Narzo N53 বাজারে নিয়ে হয়েছে। এই ফোনেও 50 মেগাপিক্সেল সহ AI ক্যামেরা সেটআপ রয়েছে।
Nokia C32 এবং Realme Narzo N53 দুটি ফোনই 10,000 টাকার কম দামে বাজারে আনা হয়েছে, তবে দুটি ফোনেরই ফিচার এবং স্পেসিফিকেশন একে অপরের থেকে অনেকটা আলাদা। এই খবরে আমরা আপনাদের বলবো যে 10 হাজার টাকরা কম দামে Nokia C32 এবং Realme Narzo N53 এর মধ্যে কোন ফোনটি সেরা?
Nokia C32 VS Realme Narzo N53: দাম
Nokia C32 ফোনটি দুটি স্টোরেজ মডেলে আনা হয়েছে- 4GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজ। এর পাশাপাশি দাম 8,999 টাকা এবং 9,499 টাকা রাখা হয়েছে।
Realme Narzo N53 ফোনটিও দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে- 4GB RAM+64GB এবং 6GB RAM+128GB, যার দাম 8,999 টাকা এবং 10,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: iPhone 15 সিরিজে থাকতে পারে USB Type-C পোর্ট, আর কী কী তথ্য পাওয়া গেল এই ফোনের বিষয়ে জেনে নিন
Nokia C32 VS Realme Narzo N53: ডিসপ্লে
নোকিয়া C32 ফোনটি 6.55-ইঞ্চি কার্ভড ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 1600X700 পিক্সেল রয়েছে।
Realme Narzo N53 ফোনে 6.74-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া। ফোনের ডিসপ্লের সাথে 450 নিট এর ব্রাইটনেস পাওয়া যাবে।
Nokia C32 VS Realme Narzo N53: প্রসেসর
নোকিয়া ফোনে 1.6GHz সহ অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। এর সাথে ফোনে 4Gb RAM এর সাপোর্ট রয়েছে। ভার্চুয়াল RAM হিসাবে 7GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। ফোনে 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।
Narzo N53 স্মার্টফোনটি Unisoc T612 প্রসেসর, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে 6GB ভার্চুয়াল RAM-ও রয়েছে।
Nokia C32 VS Realme Narzo N53: ক্যামেরা
Nokia C32 এর ক্যামেরার কথা বললে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনের প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যা AI- সাপোর্টের সাথে আসে। এর সাথে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে সেলফি তোলার জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
আরও পড়ুন: উইকেন্ডের মুড জমুক ওয়েব সিরিজের সঙ্গে! Hoichoi-এর এই 5 সিরিজ না দেখলে চটপট দেখে ফেলুন
রিয়েলমি Narzo N53 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা AI সাপোর্ট করে। কোম্পানি দ্বিতীয় লেন্স সম্পর্কে কিছু জানানো হয়েনি। ফ্রন্টে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
Nokia C32 VS Realme Narzo N53: ব্যাটারি
নোকিয়া C32 ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 10W এর ওয়্যারড চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে যে ফোনটি 3 পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এছাড়া, ফোনে সাইড-মাউন্টেড
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে।
Narzo N53 ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 33W এর SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি মাত্র 30 মিনিটে 0-50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য, এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
দেখতে গেলে Realme Narzo N53 ফোনটি Nokia C32 ফোনের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। দুটি ফোনে একই রকমে AI সাপোর্ট ক্যামেরা দেওয়া। রিয়েলমির ফোনে ফাস্ট চার্জিং পাওয়া যায়, যা নোকিয়া ফোনে নেই।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile