দেশে Motorola -এর তরফে সদ্যই লঞ্চ করা হল Moto G73 5G ফোনটিকে। এখানে গ্রাহকরা 6.5 ইঞ্চির একটি full HD ডিসপ্লে পেয়ে যাবেন। সঙ্গে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর আছে। এই ফোনটিকে কড়া টক্কর দিচ্ছে Poco X5 Pro 5G ফোনটি। দুটোর মধ্যে কোনটি সেরা আর কেন জানেন? দেখুন
মার্চ 16 তারিখ থেকে কেনা যাবে Moto G73 5G ফোনটিকে। এই ফোনটি Flipkart বা রিটেল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এটি লুসেন্ট হোয়াইট হাউস বিং মিডনাইট ব্লু রঙে কেনা যাবে। অন্যদিকে Poco X5 Pro 5G ফোনটি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ আছে। এই দুটি হল 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। প্রথমটির দাম 22,999 টাকা এবং দ্বিতীয়টির দাম 24,999 টাকা।
Moto G73 5G ফোনটিতে আছে ডুয়াল সিম স্লট সহ অ্যান্ড্রয়েড 13। এখানে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপডেট মিলবে। এখানে আছে 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট মিলবে। গ্রাহকরা সঙ্গে এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। MediaTek Dimensity 930 প্রসেসরের সাহায্যে চলবে এটি।
অন্যদিকে Poco X5 Pro 5G ফোনটি চলে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। এখানে আছে 6.67 ইঞ্চির একটি Xfinity AMOLED ডিসপ্লে সহ 900 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট, HDR 10+ -এর সাপোর্ট। কর্নিং গোরিলা গ্লাসের সুবিধাও মিলবে এখানে।
Moto G73 5G ফোনটিতে আছে 30W টার্বো পাওয়ার চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। অন্যদিকে Poco X5 Pro 5G ফোনটিতে আছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। এখানে রিভার্স চার্জিংয়ের সুবিধাও আছে।
Moto G73 5G ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে Poco X5 Pro ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে বলেই জানানো হয়েছে কোম্পানির তরফে। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Moto G73 5G ফোনটিতে আছে 5G, Wifi, ব্লুটুথ, রেডিও, GPS, NFC, USB টাইপ সি পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক। স্টিরিও স্পিকার আছে এই ফোনে সঙ্গে IP52 রেটিং। অন্যদিকে Poco X5 Pro ফোনে আছে IP53 রেটিং সহ USB টাইপ সি পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক, WIFI, ইত্যাদি।