Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63: 10000 টাকা দামে কোন 5G স্মার্টফোন হবে সেরা? দেখে নিন তুলনা

Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63: 10000 টাকা দামে কোন 5G স্মার্টফোন হবে সেরা? দেখে নিন তুলনা
HIGHLIGHTS

নতুন Moto G45 5G ফোনটি 10,000 টাকার সেগামেন্টে আনা হয়েছে

একই প্রাইস সেগামেন্টে সম্প্রতি লঞ্চ হওয়া দুটি 5G স্মার্টফোন Vivo T3 Lite এবং Realme C63 বাজারে রয়েছে

এই খবরে আমরা তিনটি স্মার্টফোন Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63 এর তুলনা করবো

Motorola সম্প্রতি Moto G45 5G লঞ্চ করেছে। নতুন মোটোরোলা জি45 5জি ফোনটি 10,000 টাকার সেগামেন্টে আনা হয়েছে। মোটোরোলা ফোনটি আসার পরেই বাজারে 10,000 টাকার সেগমেন্টে (5G phone to buy around Rs 10000) প্রতিযোগিতা তৈরি করেছে। যদিও নতুন মোটোরোলা ফোনের লঞ্চ প্রাইস 10,999 টাকা থেকে শুরু হয়, তবে অফারের আওতায় ফোনটি 9999 টাকার শুরুর দামে কেনা যাবে। একই প্রাইস সেগামেন্টে সম্প্রতি লঞ্চ হওয়া দুটি 5G স্মার্টফোন Vivo T3 Lite এবং Realme C63 বাজারে রয়েছে।

এই খবরে আমরা তিনটি স্মার্টফোন Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63 এর তুলনা করবো। আসুন দেরি না করে তিনটি স্মার্টফোনের সম্পর্কে সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Smartphone under Rs 15000: 108MP ক্যামেরা সহ আসে Redmi এবং Realme স্মার্টফোন, একই দামের দুটি ফোনে পার্থক্য কোথায় জানুন

Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63 ফোনের ভারতে দাম কত

MOTOROLA G45 5G launched with stunning features under 12k in India
  • মোটো জি45 5জি ফোনের দামের কথা বললে, এই ফোনটি 10,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM এবং 128 জিবি স্টোরেজ কেনা যাবে। এছাড়া 8GB RAM+128GB স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হয়েছে।
  • ভিভো টি3 লাইট ফোনটি 10,499 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 4GB RAM এবং 128 জিবি স্টোরেজ কেনা যাবে। পাশাপাশি, 6GB+128GB স্টোরেজের দাম 11,499 টাকা হচ্ছে।
  • রিয়েলমি সি63 ফোনটি একটি মডেলে আনা হয়েছে। এই ফোনটি 4GB+128GB স্টোরেজ সহ 8,999 টাকায় কেনা যাবে।

Moto G45 5G vs Vivo T3 Lite vs Realme C63 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

Vivo T3 Lite 5G first sale starts today check specs price offers and more

ডিসপ্লে

  • মোটো জি45 5জি ফোনটি 6.45-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ আসে। এটি 1600×720 পিক্সেলের রেজোলিউশন, 500 নিট ব্রাইটনেস এবং 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
  • এই তালিকার দ্বিতীয় ফোন ভিভো টি3 লাইট ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 840 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • বাজেট ফোন রিয়েলমি সি63 ফোনে রয়েছে 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন। এটি 1604×720 পিক্সেল রেজোলিউশন, 625 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

চিপসেট

  • প্রসেসিংয়ের জন্য ডিভাইসটি Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসরে কাজ করে। এটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।
  • নতুন ভিভো টি3 লাইট ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এটি 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত eMMC5.1 স্টোরেজের জন্য পেয়ার করা।
  • রিয়েলমি সি63 ফোনটি MediaTek Dimensity 6300 6nm প্রসেসরে কাজ করে। ফোনটি 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরা

  • ফটোগ্রাফির জন্য মোটো ফোনে 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা সহ 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
  • ক্যামেরার ক্ষেত্রে, টি3 লাইট 5G ফোনের রিয়ারে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল শ্যুটার সেটআপ দেওয়া। সামনে একটি 8MP সেলফি শুটারও রয়েছে।
  • ফটোগ্রাফির জন্য, রিয়েলমি সি63 5জি ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি একটি Galaxycore GC32E1 সেন্সর সহ একটি 32MP রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

  • পাওয়ার দিতে মোটো জি45 5জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ব্যাটারির ক্ষেত্রে ভিভো ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া।
  • পাশাপাশি, রিয়েলমি সি63 5জি ফোনে 5000mAh এর বড় ব্যাটারি পাওয়া যাবে। এটি 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Vivo V40 Pro VS Honor 200 Pro: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ দুটি ফোনে কোনটি সেরা, জানুন ফিচার স্পেসিফিকেশন এবং দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo