Moto G45 5G Vs Realme C63 5G: 11,000 টাকার কম দামে কোন বাজেট ফোনটি সেরা? দেখে নিন তুলনা

Moto G45 5G Vs Realme C63 5G: 11,000 টাকার কম দামে কোন বাজেট ফোনটি সেরা? দেখে নিন তুলনা
HIGHLIGHTS

Moto G45 5G ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হয়ে

মোটো জি45 5জি ফোনে 4GB+128GB, 8GB+128GB অপশন অফার করা হয়েছে

একই দামে বাজারে Realme C63 5G রয়েছে যার সাথে মোটোরোলার ফোনের প্রতিযোগিতা হবে

Motorola সম্প্রতি Moto G45 5G ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফোন বাজেট সেগামেন্টে একটি 5G ডিভাইস। Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসরে কাজ করে মোটোরোলার এই স্মার্টফোন। ফোনটি দুটি RAM অপশনে আনা হয়েছে। ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হয়ে। একই দামে বাজারে Realme C63 5G রয়েছে যার সাথে মোটোরোলার ফোনের প্রতিযোগিতা হবে। আসুন জেনে নেওয়া যাক 11000 টাকার কম দামের এই দুটি স্মার্টফোনে ফিচার এবং দামে কী পার্থক্য রয়েছে।

Moto G45 5G Vs Realme C63 5G দাম কত ভারতে

মোটো জি45 5জি ফোনে 4GB+128GB, 8GB+128GB অপশন অফার করা হয়েছে। এই দুটি মডেলের দাম 10,999 টাকা এবং 12,999 টাকা রখা হয়েছে।

আরও পড়ুন: 200MP টেলিফটো ক্যামেরা থাকবে Xiaomi 15 Ultra স্মার্টফোন, জেনে নিন কী থাকবে বিশেষ

MOTOROLA-G45-5G-Features

রিয়েলমি সি64 5জি ফোনটি 4GB+128GB, 6GB+128GB, 8GB+128GB অপশনে আসে। ফোনের 4GB+128GB মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। 6GB+128GB মডেলে দাম 11,999 টাকা এবং 8GB+128GB মডেলে দাম 12,999 টাকা রাখা হয়েছে।

Moto G45 vs Realme c63 5G: স্পেসিফিকেশন

ডিসপ্লে

  • ডিজাইনের কথা বললে মোটো জি45 5জি ফোনে 6.5-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
  • আরেকদিকে রিয়েলমি সি63 ফোনটি 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে সহ আসে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর

  • মটোরোলা মোটো জি45 5জি ফোনে Snapdragon 6s Gen 3 অফার করা হয়েছে। এটি 5G সাপোর্ট করে।
  • প্রসেসিংয়ের জন্য রিয়েলমি সি63 ফোনে UNISOC T612 প্রসেসর দেওয়া যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

ক্যামেরা

  • ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা মোটো জি45 5জি ফোনে 50MP রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 2MP সেকেন্ডারি সেন্সর সাপোর্ট করে। মোটোরোলা ফোনটি 16MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে।
  • রিয়েলমি সি63 ফোনে 50MP AI ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট সেন্সর রয়েছে।

ব্যাটারি

  • পাওয়ার দিতে মোটো জি45 5জি ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া য়াবে। এটি 18W চার্জিং সাপোর্ট করে।
  • পাশাাপশি, রিয়েলমি সি63 ফোনটি 5000mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জের সাপোর্ট করে।

আরও পড়ুন: Samsung আনছে আরেকটি সস্তা স্মার্টফোন, 10000 টাকার কম হতে পারে ফোনের দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo