Smartphone under 7000: দাম এবং ডিজাইন Moto G04 এবং Moto G04s দুটি ফোনে এক, তাও ফিচারে এতটা পার্থক্য, জানুন কোনটা সেরা

Updated on 02-Sep-2024
HIGHLIGHTS

মোটোরোলা তার গ্রাহকদের দুটি স্মার্টফোন Moto G04 এবং Moto G04s অফার করে

মোটোরোলার এই দুটি ফোনের দাম 7000 টাকার বাজেটে আসে

এই দুটি ফোনের নামও একই রকম শোনাচ্ছে। আমরা এই খবরে এই দুটি ফোনের পার্থক্য জানাবো

আপনি যদি একটি বাজেট স্মার্টফোন কিনতে চান তবে আপনি Motorola এর স্মার্টফোন দেখতে পারেন। 7000 টাকার বাজেটে মোটোরোলা তার গ্রাহকদের দুটি স্মার্টফোন Moto G04 এবং Moto G04s অফার করে। মোটোরোলার এই দুটি ফোন দেখতে একই রকমের। দামের ক্ষেত্রেও খুব একটা পার্থক্য নেই।

কিন্তু, আপনি জেনে একটু অবাক হতে পারেন যে এই দুটি একই রকমের ফোন একে অপরের থেকে অনেকটা আলাদা। এই দুটি ফোনের নামও একই রকম শোনাচ্ছে। আমরা এই খবরে এই দুটি ফোনের পার্থক্য জানাবো।

আরও পড়ুন: Best BSNL Annual Plan: 365 দিনের সস্তা প্ল্যানে পাবেন 1095 জিবি ইন্টারনেট ডেটা, Jio Airtel এর কাছে নেই এত সস্তা রিচার্জ প্ল্যান

Moto G04 VS MotoG04s কত দাম ভারতে

মোটোরোলা বাজেট সেগামেন্টে মোটো জি04 আগে নিয়ে এসেছিল। এই ফোনটি কোম্পানি 6999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল। তার কিছু সময় পরেই কোম্পানি একই রকমের দেখতে মোটো জি04এস লঞ্চ করেছে। মোটো জি04এস ফোনের দাম 7299 টাকা রাখা হয়েছে।

Moto G04 VS Moto G04s স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে

মোটো জি04 ফোনে 6.56-ইঞ্চি HD+ (1612 x 720p) পিক্সেল রেজোলিউশন, IPS LCD 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে। মোটো জি04এস ফোনে একটি 6.6 ইঞ্চি IPS LCD HiD HD+ 90Hz ডিসপ্লে রয়েছে।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য দুটিই মোটোরোলা ফোনে কোম্পানি UNISOC T606 প্রসেসর, সিপিইউ এবং জিপিইউ দেওয়া।

RAM এবং স্টোরেজ

আপনি মোটো জি04 ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট 4GB+64GB এবং 8GB+128GB অপশনে কিনতে পারেন। কিন্তু মোটো জি04এস ফোনে শুধু 4GB+64GB ভ্যারিয়্যান্টে আসে।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা ফোনে 16MP রিয়ার এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাশাপাশি, মোটো জি04এস ফোনে 50MP রিয়ার এবং 5MP রিয়ার ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার দিতে দুটি মোটোরোলা ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Upcoming smartphone in September 2024: সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে আইফোন 16, স্যামসাং গ্যালাক্সি ফোন সহ একাধিক স্মার্টফোন, দেখুন লিস্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :