LG V40 ThinQ: 5 টি ক্যামেরা , এলিগেন্ট ডিজাইন, ফুল ভিশান ডিসপ্লে এবং আরও অনেক কিছু

Updated on 25-Feb-2019
HIGHLIGHTS

আমাদের স্মার্টফোনের প্রাইমার ব্যাবহার আরও অনেক বেশি মাল্টিমিডিয়া সেন্ট্রিক আর যা ভাল ছবি তুলতে পারবেন, সিনেমা দেখা যাবে, গান শোনা ও আরও অনেক কিছু করা যাবে, আর এই সব কিছু মাথায় রেখে LG তাদের লেটেস্ট নতুন ফ্ল্যাগশিপ ফোন LG V40 ThinQ ভারতে লঞ্চ করেছে

এই সময়ের স্মার্টফোন একটি ফোন কলকরার থেকে অনেক বেশি কাজে লাগে। আর ফোনের মাল্টিমিডিয়া সেন্ট্রিক হয়ে উঠেছে, ছবি তোলা, সিনেমা দেখা গান শোনাও আরও অনেক কিছু করে। আসলে এখন বেশির ভাগ ফোন ইউজার্সদের জন্যই ফোন করা ফোনের প্রধান কাজ নয়। আর এই সব কিছু মাথায় রেখে LG তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন LG V40 ThinQ, ভারতে লঞ্চ করেছে। আর এই ফোনটি মাল্টিমিডিয়া কন্টেন্টের জন্য ডিজাইন করা হয়েছে।

বেশির ভাগ LG ফ্ল্যাগশিপের মতন এই V40 ThinQ ফোনটি কিছু কুল ফিচারের সঙ্গে এসেছে আসুন দেখা যাক এই ফোনটি কি অফার করে।

5টি ক্যামেরা

LG বুঝেছে যে স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যামেরা। আর এই LG V40 ThinQ ফোনে তাই পাঁচটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ ব্যাক সাইডে আর ফ্রন্টে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। রেয়ার ক্যামেরা স্ট্যান্ডার্ড, সুপার ওয়াইড আর টেলিফটো সেন্সের। আর এখানে সিচুয়েশান অনুসারে ছবি তোলা যায়। আর আপনি যদি নিশ্চিত না হন তবে ট্রিপেল Pure View ফিচার লাইভ PureView সব লেন্সে দেখে আপনি সেরাটি বাছতে পারবেন। আর একই ভাবে ট্রিপেল শট ফিচারে ছবি তিনটি লেন্স একই সঙ্গে তুলে দেখাবে, আর আপনি একই জিনিসের একাধিক ভিউ পয়েন্ট দেখতে পারবেন।

ফ্রন্টে আপনি স্ট্যান্ডার্ড আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন। যখন স্ট্যান্ডার্ড লেন্স রান অফ দ্যা মিল সেলফি নেবে। আর সেখানে  ওয়াইড অ্যাঙ্গেল লেন্স গ্রুপ সেলফি নেবে, যেখানে কাউকে স্কুইজ করতে হবেনা।আর এটি আপনি যে ব্যাকগ্রাউন্ডে সেলফি নিতে চান তাও নিতে পারবেন। আর দুটি লেন্সই সাব্জেক্ট আর ব্যাকগ্রাউন্ড আলাদা করে চিনতে পারে। আর এই ইনফরমেশান বোখে শটের জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়।

আর এই সবের ওপরে আপনি AI য়ের সাহায্যে ভাল কম্পোসড ছবি তিলতে পারবেন। আর এখানে কম করে পাঁচটি স্টুডিও লাইট এফেক্ট দেওয়া হয়েছে যা আপনার ছবি কে ভাল করবে।

স্লিম ইস ইন

LG V40 ThinQ ফোনের ফিচারে মোট পাঁচটি ক্যামেরা আছে, আর এর সঙ্গে এই ফোনটি খুব কম বাল্ক। এই ফোনটি মাত্র 7.7mm পাতলা আর এই ফোনের ট্রিপেল রেয়ার ক্যামেরা রেয়ার প্যানেলে অবস্থিত। আর এই ফোনটি মাত্র 169 গ্রাম ওজনের আর এই ফোনটির FullVison ডিসপ্লে একে এক হাতে সহজে ব্যাবহার করতে সাহায্য করে।

ডিজাইনের দিকে LG V409 Thin Q এক মোরোক্কান ব্লিউ আর প্লাটিনাম গড়ে কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আর স্টাইলের ক্ষেত্রে এই ফোনের রেয়ার প্যানেলে স্লিক ব্লাস্ট প্রসেস আছে যা LG V40 ThinQ ফোনকে ম্যাট ফিনিস দিয়েছে আর যা দেখতে ভালই শুধু না তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্টও হয়না।

বিগ স্ক্রিন ফান

LG V40 ThinQ ফোনটিতে বড় 6.4 ইঞ্চির QLED OLED ডিসপ্লে QHD+ রেজিলিউশান আর 3120×1440 পিক্সালের। আর এই ফোনের OLED প্রযুক্তির জন্য, ইউসাররা ট্রু ব্ল্যাক আর ভাল কালার ভাইব্রেন্টের মজা পায়। আর এই LG V40 ThinQ ফোনটি তাদের জন্য ভাল চয়েস যারা নিজেদের স্মার্টফোনে প্রচুর ভিডিও দেখে।

আর এই ফোনটি একটি নতুন সেকেন্ড স্ক্রিন অপশান অফার করে যা ইউজাররা তাদের ইচ্ছা অনুসারে কাস্টমাইজ করতে পারে। আর অন্য দিকে এই ফোনে ওলওয়েস ওন ডিসপ্লে প্রযুক্তি দেওয়া হয়েছে যা ইউসারকে ক্লক আর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে দেখাতে সাহায্য করে, আর তা ডিসপ্লে টার্ন অন না করেই করা যায়।

গ্রুভ টু দ্যা বিট

ইকুয়েলিটি আর অডিও এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে LG দি ফোনে ট্র্যাডিশানালা 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে। LG V40 ThinQ ফোনে এর সঙ্গে ইউজাররা তাদের ওয়ার্ড হেডফোন দরকার হলে ব্যাবহার করতে পারবেন। আর এই ফোনটি 32 bit-hi-fi কোয়াড DAX র সঙ্গে DTS:X 3D সারাউন্ড সাউন্ডও অফার করে।

LG V40 ThinQ স্মার্টফোনটিউ বুমবক্স স্পিকার সেটআপ সাপোর্ট করে আর এটি প্রথমবার LG G7 ThinQ তে আনা হয়েছিল। এই স্পিকার গুলি বড় ইন্টারনাল রেসেন্স চেম্বার যুক্ত, আর যা অ্যামপ্লিফাই অডিওতে সাহায্য করে। LG এর সঙ্গে Meridian টিউনের সঙ্গেও যুক্ত আর যা LG V40 ThinQ য়ের অডিও সিগ্নেচার আর ভাল সাউন্ড অফার করে।

এবং আরও অনেক কিছু

খারাপ পার্ফর্মেন্স একজন ইউজারের স্মার্টফোনের অভিজ্ঞতা খারাপ করে। LG V40 ThinQ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845SoC যুক্ত আর এই ফোনে 6GB র‍্যাম আছে আর ভাল পার্ফর্মেন্স দেয়। আর অন্য ফিকে ইউসাররা এউ ফোনে 128GB র অনবোর্ড স্টোরেজ পাবেন, আর সেই স্টোরেজকে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে, এই ফোনে 3300mAh য়ের ব্যাটারি আছে, আর ফোনটি কুইক চার্জ 4.0 আর ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

আর এসবের মধ্যে LG V40 THinQ ফোনটি ভাল টাচ বিল্ডের। এই ফোনটি IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে MIL-STD810G ক্মপ্লিটেন্ট যুক্ত, আর এই ফোনটি স্ক্র্যাচ প্রুফও।

আর আমরা দেখলাম যে LG V40 ThinQ ফোনটি অনেক দারুন কুল ফিচার অফার করে আর যা একে মাল্টিমিডিয়া ব্লাস্ট বানিয়েছে। আর আপনি যদি একটি কন্সিউমিং কন্ট্যান্টের জন্য ফোন কিনতে চান তবে, LG V40 ThinQ ফোনটি আপনাদের পছন্দ হবে।

LG V40 ThinQ য়ের মাল্টিপেল ফিচার পছন্দ হয়েছে? এখানে ক্লিক করে ফোনটি দেখুন।

[Sponsored]

Sponsored

This is a sponsored post, written by Digit's custom content team.

Connect On :