Lava Agni 5G নাকি Realme 8S 5G- কিনবেন কোনটি? দেখে নিন দাম এবং ফিচারের তুলনা

Lava Agni 5G নাকি Realme 8S 5G- কিনবেন কোনটি? দেখে নিন দাম এবং ফিচারের তুলনা
HIGHLIGHTS

Lava Agni 5G কেনা যাবে 17,999 টাকায়

Lava Agni 5G এবং Realme 8S 5G ফোন দুটিই কাজ করবে ডাইমেনসিটি 810 চিপসেটে

দুটি ডিভাইসেই রয়েছে 64 MP প্রাইমারি ক্যামেরা

ইন্ডিয়ান স্মার্টফোন মেকার ব্র্যান্ড Lava তাদের প্রথম 5G মোবাইল টেক মার্কেটে লঞ্চ করেছে। Lava Agni 5G হ্যান্ডসেট আসছে 20,000 টাকা বাজেটের মধ্যে। এই নতুন লঞ্চ হওয়া ফোন কেনা যাবে মাত্র 17,999 টাকাতে। তবে এই একই বাজেটে বেশ কিছুদিন ধরে টেক মার্কেটে রয়েছে Realme 8S 5G স্মার্টফোন। আসুন দেখে নেওয়া যাক দুটি ফোন কিভাবে একে অন্যের থেকে আলাদা।

Lava Agni 5G এবং Realme 8S 5G হ্যান্ডসেটে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। এই দুটি ফোন কাজ করবে একই ডাইমেনসিটি 810 প্রসেসরে। Lava Agni 5G ফোন আসছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। অন্যদিকে Realme 8S 5G ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। দুটি স্মার্টফোনই আসছে 5,000 mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে।

Lava Agni 5G এবং Realme 8S 5G ফোনের দাম-

Lava Agni 5G লঞ্চ হয়েছে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে। 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে 19,999 টাকা। তবে লঞ্চ উপলক্ষে 17,999 টাকায় কেনা যাবে। প্রি-বুকের জন্য খরচ হবে 500 টাকা। এই অফার চলবে 17 নভেম্বর পর্যন্ত।

Lava Agni 5G

অন্যদিকে Realme 8S 5G ফোনের বেস ভ্যারিয়েন্ট 6GB RAM+ 128GB স্টোরেজ অপশনের দাম রয়েছে 17,999 টাকা। 8GB RAM+ 128GB স্টোরেজ অপশন কেনা যাবে 19,999 টাকায়।

ডিসপ্লে-

দুটি স্মার্টফোনই আসছে FHD+IPS LCD ডিসপ্লের সাথে। যেখানে স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 90Hz । তবে Lava Agni 5G ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে প্যানেল। কিন্তু Realme 8S 5G আসছে 6.5 ইঞির স্ক্রিনের সাথে।

প্রসেসর-

Lava Agni 5G এবং Realme 8S 5G ফোন দুটিই কাজ করবে ডাইমেনসিটি 810 চিপসেটে। এই চিপসেটের কোর রয়েছে 2.4 GHz । এই প্রসেসর যুক্ত র‍য়েছে Mali –G57 MC2 GPU-র সাথে।

স্টোরেজ-

Lava Agni 5G আসছে 8GB RAM স্টোরেজ মডেলের সাথে। অন্যদিকে Realme 8S 5G ফোনে রয়েছে 6GB RAM এবং 8GB RAM ভ্যারিয়েন্ট। এই দুটি ফোনেরই ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB। তবে Lava Agni 5G ডিভাইসের ইন্টারনাল স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। Realme 8S 5G মোবাইলে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত।

Realme 8s 5G

রিয়ার ক্যামেরা-

Lava Agni 5G ফোন আসছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 64 MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 5MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা । এছাড়া রয়েছে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো লেন্স। এই ফোনে 1080p কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যাবে।

Realme 8S 5G আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। যেখানে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা , 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর। এই ডিভাইসে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps কোয়ালিটিতে।

ফ্রন্ট ক্যামেরা-

Lava Agni 5G এবং Realme 8S 5G এই দুটি ফোনেই ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা।

ব্যাটারি-

এই দুটি স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে। এছাড়া দুটি হ্যান্ডসেটে রয়েছে 33W চার্জের সাপোর্ট।

Lava Agni 5G

সফটওয়্যার-

Lava Agni 5G মডেল কাজ করবে Android 11 সিস্টেমে। অন্যদিকে Realme 8S 5G চলবে Android 11 Android 11 নির্ভর Realme UI 2.0 অপারেটিং সিস্টেমে।

কানেক্টিভিটি-

দুটি হ্যান্ডসেটই আসছে 5G কানেক্টিভিটির সাপোর্টের সাথে। এই মডেলগুলিতে রয়েছে একাধিক সেন্সর। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের জন্য দুটি ডিভাইসের রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

কালার ভেরিয়েন্ট-

Lava Agni 5G ফোন পাওয়া যাবে কেবল Fiery Blue ( নীল) কালার ভেরিয়েন্টে। অন্যদিকে Realme 8S 5G আসছে Universal Blue এবং Universal Purple কালার অপশনে।

ওজন-

Lava Agni 5G মডেলের ওজন রয়েছে 204 গ্রাম। অন্যদিকে Realme 8S 5G আসছে 191 গ্রাম ওজনের সাথে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo