Google -এর তরফে ইতিমধ্যেই তাদের অ্যান্ড্রয়েড 14 -এর প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশ্যে নিয়ে এসেছে। এই অ্যান্ড্রয়েড 14 নিয়ে যবে থেকে তথ্য প্রকাশ্যে এসেছে তবে থেকে মানুষের উন্মাদনার শেষ নেই। এই আপডেটে গ্রাহকরা একাধিক নতুন নতুন ফিচার পাবেন। দেখে নিন সেগুলো কী কী।
অ্যান্ড্রয়েড 14 -এর নাম অন্যান্য বারের মতোই এবারেও একটি মিষ্টি পদের উপর রাখা হয়েছে। একটি ডেজার্ট পদ, আপসাইড ডাউন কেকের নামে এই আপডেটের নাম রাখা হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড 14-এর পোশাকি নাম হল Upside Down Cake।
মার্চের মধ্যে Google -এর তরফে দুটি ডেভেলপার প্রিভিউ লঞ্চ করা হবে অ্যান্ড্রয়েড 14 -এর। এর ফলে এই আপডেট ডেভেলপাররা তাঁদের অ্যাপে পরীক্ষা করে দেখতে পারবেন। মার্চের শুরুর দিকে 4টি বিটা ভার্সন রিলিজ করা হবে। জুন মাসে এটি মোটামুটি একটি স্টেবল জায়গায় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
জানা গিয়েছে আগস্ট মাসেই Google -এর Pixel ফোনে এই অ্যান্ড্রয়েড 14 উপলব্ধ হয়ে যাবে। এখন কেবল বিটা ভার্সনের পর আসল ভার্সন মুক্তির অপেক্ষা।
জানা গিয়েছে সবার আগে Google -এর Pixel ফোনেই এই আপডেট মিলবে। এগুলোর মধ্যে Pixel 4A 5G, Pixel 5, Pixel 5A, Pixel 6, Pixel 6 Pro, Pixel 6A, Pixel 7 এবং Pixel 7 Pro ফোনগুলো থাকবে। তবে জানা গিয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 12L- এর মতো অ্যান্ড্রয়েড 14-ও মূলত ট্যাবলেট এবং Foldable ফোনের জন্য আনা হয়েছে।
অ্যান্ড্রয়েড 14 -এর সঙ্গে Google একটি দারুন ফিচার নিয়ে আসতে চলেছে। এখানে পুরনো অ্যাপ আর ডাউনলোড করা যাবে না। পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে যে অ্যাপ সেগুলো আর ডাউনলোড করা যাবে না। এর ফলে ক্ষতিকর অ্যাপের ঝামেলা এড়ানো সম্ভব হবে। এছাড়া এই আপডেটে ফন্টের সাইজ বাড়তে চলেছে। 200% পর্যন্ত বাড়তে পারে ফন্ট সাইজ। ফলে ভালো ভাবে দেখা যাবে স্মার্টফোনে।
শুধু তাই নয়, ক্লোন অ্যাপের সুবিধাও মিলবে এখানে। এর আগে কাস্টম ROM এ যে সুবিধা মিলত সেটা এই আপডেটে মিলতে চলেছে। এটার সাহায্যে গ্রাহকরা ক্লোন অ্যাপ দিয়ে একসঙ্গে দুটো অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। উন্নতমানের মেটিরিয়াল ইউ থিম মিলবে এখানে। সঙ্গে থাকবে উজ্জ্বল রং এবং কাস্টোমাইজেশনের সুবিধা।